টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৩:২৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন সম্পর্কে আমরা কম বেশি সবাই শুনেছি। সেই টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জন ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। প্রতিবছরই টাইম ম্যাগাজিন সারা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করে থাকে।
উপদেষ্টা নাহিদ ইসলামের নাম অর্ন্তভুক্তি নিয়ে টাইম ম্যাগাজিনে লিখা হয়েছে, পৃথিবীর অন্যতম ক্ষমতাশীল মানুষকে ক্ষমতাচুত্য করতে উপদেষ্টা নাহিদ ইসলামের বয়স ২৬ বছরে বেশি প্রয়োজন হয়নি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মুখ এই সমাজবিজ্ঞানে স্নাতক নাহিদ ইসলাম।
টাইম ম্যাগাজিনে আরো উল্লেখ করা হয়, অনেক প্রতিবাদী নেতাদের মধ্যে নাহিদ একজন। তিনি দেশের গোয়েন্দা বিভাগের মাধ্যমে নিপীড়িত হওয়ার পর আরও সামাজিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তারপরে সেখান থেকে মুক্তি পাওয়ার পরে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন ১ দফা দাবি ব্যাপারে এবং সেটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।
এব্যাপারে নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেছেন, তিনি পদত্যাগ করবেন কিংবা ক্ষমতা যুক্ত হবেন এটি কেউ ভাবেনি। প্রায় কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলমান থাকার পরে গত ৫ই আগস্ট সবশেষে পদত্যাগ করেন শেখ হাসিনা।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে ম্যাগাজিনে আরো উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশটির জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশের কৃতি সন্তান এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসরের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তরবর্তীকালীন সরকার। সেই সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হয়েছেন।
টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম
নতুন প্রজন্ম এবং জনসাধারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব অনেক। বিখ্যাত ম্যাগাজিনে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমাদেরকে বাংলাদেশের নতুন প্রজন্মের পালস ভালোভাবে অনুভব করতে হবে। সেই সাথে দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সহিংসতা রয়েছে সেগুলো বন্ধ করতে যথেষ্ট উদ্যোগ নিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
যারা টাইম ম্যাগাজিন সম্পর্কে জানেন না তাদের জন্য কিছু ধারণা প্রদান করা হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক একটি বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন এটি। সচরাচর এটি প্রকাশ করা হয়ে থাকে ইংরেজি ভাষায়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতি সপ্তাহে এটি সাধারণ গ্রাহকদের উদ্দেশ্যে ছাপা হয়।
মূলত দেশ এবং বিদেশের বিভিন্ন রকম রাজনৈতিক ঘটনা সমসাময়িক ঘটনা ইত্যাদি নিয়ে বিভিন্ন রকমের প্রবন্ধ লেখা হয়ে থাকে।
সেই সাথে শিশুদের জন্য টাইম ফর কিড ছিল নামেও বেশ কয়েকটি সাময়িকী প্রকাশ করে এই ম্যাগাজিন সংস্থাটি। এটি প্রকাশিত হয়ে আসছে ১৯২৩ সাল থেকে।
বিভিন্ন সংস্করণের মধ্য বাৎসরিক বর্ষসেরা ব্যক্তিত্ব সর্বাপেক্ষা জনপ্রিয়। এর মাধ্যমে সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় বিভিন্ন আলোচিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। সেই সাথে তাদের সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় এবং জীবন বৃত্তান্ত উপস্থাপন করা হয়। যারে পরিপ্রেক্ষিতে প্রতি বছর টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয় সারা পৃথিবী থেকে বাছাইকৃতদের মধ্য থেকে। যে তালিকায় এবার অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের অন্তর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।
পাসপোর্ট করতে কি কি লাগে ও কত টাকা খরচ হয়, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।