মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে অবাঞ্ছিত ঘোষণা করল হেফাজত
- আপডেট সময় : ১০:৫০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
৩০ শে সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর গাড়িতে হা ম লা র ঘটনা ঘটেছে। সোমবার তাহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে একটি বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয় বিকাল ৫ টায়। এই মানববন্ধনটি আয়োজন করা হয়েছিল মূলত ভারতে রাসুল (সা.) এর কটুক্তির প্রতিবাদের জন্য।
পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তথ্য দেওয়া হয় যে নিরাপত্তার শঙ্কা রয়েছে এবং রাতেই এই কর্মসূচিটি স্থগিত ঘোষণা করা হয়। গিয়াস উদ্দিন তাহেরী এব্যাপারে বলেন, আইনের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করতে চেয়েছিলাম। কিন্তু দুপুর আড়াইটার দিকে ঘোড়াপট্রি পড়তে সেতু থেকে কাউতলী রোডে গাড়ি নিয়ে যাওয়ার সময় জামিয়া ইসলামিয়া ইউনেসিয়াম মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে গাড়িতে উদ্দেশ্য করে হা ম লা শুরু হয়। তারপর কোনরকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসতে সক্ষম হয় মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
এই ঘটনাটির বিষয়ে ইতিমধ্যে উত্তর জেলা সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনার স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার জন্যও অনুরোধ করা হয়েছে। দিনের বেলায় তারা এই ধরনের হা ম লা করেছে সে ব্যাপারে তিনি খুবই স্পষ্ট ধারণা পোষণ করছেন। তিনি এ ব্যাপারে খুব দ্রুতই অভিযোগ দায়ের করবেন।
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে অবাঞ্ছিত ঘোষণা করল হেফাজত
ভারতে আমাদের প্রিয় নবী রাসুল (সা.) নিয়ে কটুক্তি প্রতিবাদের সারা দেশ জুড়েই প্রতিবাদ করা হচ্ছে। এর প্রতিবাদ করা সবার ঈমানী দায়িত্ব। যারা আমার উপর এই অতর্কিত দুর্ঘটনাটি ঘটিয়েছে তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারত। কিন্তু তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের কে জানান, গিয়াস উদ্দিন তাহেরীর জানিয়েছেন গাড়িতে ঢিল নিক্ষেপ করায় সামনের এবং পাশের কাচ গুলো ভেঙে গিয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনাটির সাথে জড়িত সেরা স্পষ্টভাবে উল্লেখ করতে পারেনি এবং আমাদের কাছে লিখিতভাবে কোন অভিযোগ দায়ের করেননি। তাকে বলেছি অভিযোগ দায়ের করার জন্য এবং সেই পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
মহানবীকে (সা.) নিয়ে ভারতীয় পুরোহিত একটি কটুক্তি করেন এবং সেটিতে কেন্দ্র করে এক বিজেপি নেতা সমর্থন দেওয়ায় বেশ কিছুদিন ধরেই হচ্ছে নানা রকম সমালোচনা এবং বিক্ষোভ কর্মসূচি। যারই অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় ও পৌর মুক্তমঞ্চে একটি কর্মসূচি ঘোষণা করা হয় হেফাজতে ইসলামের উদ্যোগে। সেই কর্মসূচিতে গিয়াস উদ্দিন তাহেরী এবং নাঈম নামের একজন পীরকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং সাথে ৬ টি দাবি উত্থাপন করা হয়।
এক দফা দাবিতে সারা বাংলাদেশে নার্সদের কর্ম বিরতি, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।