হাফেজ মুয়াজকে ছাদ খোলা বাসে শুভেচ্ছা দিয়ে মাদ্রাসায় নেওয়া হল
- আপডেট সময় : ০৯:০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। এই আনন্দে বিমানবন্দর থেকে তাকে ছাদ খোলা বাসে শুভেচ্ছা দিয়ে মাদ্রাসায় নেওয়া হয়েছে।
গত ১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাংলাদেশে আসেন হাফেজ মুয়াজ। এরপর তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিশ্বজয়ী এই হাফেজকে সংবর্ধনা জানাতে ব্যবস্থা করা হয়েছে ছাদ খোলা বাসে। বাসে করে হাফেজ মোয়াজকে তার নিজের মাদ্রাসায় নেওয়া হবে বলে জানা গিয়েছে।
কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ার পাশাপাশি তিনি তুরস্কের প্রেসিডেন্টের হাত থেকে সম্মাননা ক্রেস্ট এবং পুরস্কারও গ্রহণ করেছেন।
উল্লেখ্য, হাফেজ মুয়াজ এর আগে ২০২৪ সালের ২১ শে আগস্ট মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। যেটি মূলত ছিল কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা।
২০১৬ সালের পর এবারে প্রথম তুরস্কের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের এই কৃতি সন্তান প্রথম স্থান অর্জন করেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের অধীনে একটি প্রতিযোগিতার শত শত মেধাবী হাফেজদের পেছনে ফেলে হাফেজ মুয়াজ একমাত্র প্রতিনিধি হিসেবে বাছাই হয়েছে।
হাফেজ মুয়াজকে ছাদ খোলা বাসে শুভেচ্ছা দিয়ে মাদ্রাসায় নেওয়া হল
চলতি বছরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ১২৩টি দেশের প্রতিনিধি।
সারা পৃথিবীর মুসলিম বিশ্ব গুলো থেকে কুরআন প্রতিযোগিতায় অংশ নেয় শত শত হাফেজ। তাদের মধ্য থেকে প্রথম হওয়া বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার। এমনকি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও এ বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাইতো তাকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও মানুষ আজকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগেও বাংলাদেশে অনেক প্রতিনিধি বিশ্ব দরবারে দেশের নামকে উজ্জ্বল করেছেন। অর্জন করেছেন প্রথম স্থান। তাদের এই সাফল্য দেখার পাশাপাশি অন্যান্য ছেলেমেয়েরাও উৎসাহী হচ্ছে। এতে করে মানুষের একদিকে যেমন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে অন্যদিকে দেশেরও সুনাম বয়ে আনছে।
রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাজু ফাজিল কুরআন আল ইসলামী মাদ্রাসা থেকে হাফেজ সম্পন্ন করেছেন মুয়াজে মহৎ। বর্তমানে তিনি একই মাদ্রাসার অধিনায়ক কিতাব বিভাগে পড়াশোনা করছেন।
বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা মিশা সওদাগরও তার ভেরিফাইড ফেসবুক একাউন্টের মাধ্যমে হাফেজ মুয়াজকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন যারা নিজেদের বুকে কুরআন নিয়ে সারা পৃথিবীর সামনে বাংলাদেশের নামকে উঁচু করেছেন তাই দেশের রত্ন।
বাসা বাড়ি হতে মাছি দূর করার উপায় জানতে এখানে প্রবেশ করুন।