গ্রামীণফোন চালু করল লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ
- আপডেট সময় : ০২:৩২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো লিমিটলেস ইন্টারনেট প্যাক সেবা চালু করেছে জনপ্রিয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশে সংযুক্ত হলো আরো নতুন একটি ধাপ। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে অফার গুলো এমন ভাবে সাজানো হয়েছে যাতে স্বাধীনভাবে যে কোন মানুষই এটি ব্যবহার করতে পারে।
আমরা জানি মোবাইল অপারেটরদের কাছ থেকে যেকোনো ইন্টারনেট প্যাকেজ কিনলে নির্দিষ্ট পরিমাণ এমবি থাকে এবং নির্দিষ্ট পরিমাণ মেয়াদ থাকে। কিন্তু গ্রামীণফোনের লিমিটলেস ইন্টারনেটের নতুন এই উদ্যোগদের মাধ্যমে গ্রাহকরা যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং নিজেদের প্রয়োজন মেটাতে পারবে। ডিজিটাল বাংলাদেশ এটি নতুন একটি মাইল ফলক যুক্ত হলো।
গ্রামীণফোন লিমিটলেস ইন্টারনেটের প্যাকেজ সমূহ
• ৭ দিন মেয়াদে ২৬৯ টাকায় ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাকেজ কেনা যাবে। অর্থাৎ ৭ দিন ধরে যত খুশি ডাটা ব্যবহার করা যাবে ১০ এমবিপিএস গতিতে।
• ৩০ দিন মেয়াদের জন্য ১০ এমবিপিএস গতিতে ইন্টারনেট প্যাকেজ কেনা যাবে মাত্র ৮৯৯ টাকায়। অর্থাৎ এই প্যাকেজের অধীনে একজন গ্রাহক সারা মাস নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবা পাবেন।
• আরো বেশি গতির জন্য একজন গ্রাহক ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদের ১৫ এমবিপিএস স্পিডের লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারবেন।
বাংলাদেশের প্রথমবারের মতো গ্রামীণফোনে গ্রাহকদের জন্য এমন সুযোগ নিয়ে এসেছে। গত ৮ অক্টোবর মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই নতুন এই উদ্যোগটি প্রকাশিত হয়। উক্ত অনুষ্ঠানে গ্রামীণফোনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান সাংবাদিকদের কে জানান, ইন্টারনেটের সম্ভাবনাময় জগতে বিশ্বাস করে গ্রামীণফোন লিমিটেড। তাইতো গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আনলিমিটেড ইন্টারনেট প্যাক নিয়েছে এসেছি। গ্রাহকদের প্রয়োজন মেটাতে পারে আমরা খুবই আনন্দিত।
জিপি লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ
সারা বিশ্ব প্রযুক্তিগত দিক থেকে প্রতিনিয়ত এগিয়ে চলছে। আর প্রযুক্তির অন্যতম একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট। কিন্তু মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে গ্রাহকদের প্রায়ই নানা ঝামেলায় পড়তে হয়। নির্দিষ্ট মেয়াদের এবং ডাটার প্যাকেজ কেনার পর কাজের মাঝপথে হয়তো ডাটা শেষ হয়ে যায়। যার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটে।
যদিও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে কিন্তু সেই সুবিধা অনেক এলাকায় অপ্রতুল। বিশেষ করে গ্রাম এলাকার মানুষরা এবং ফ্রিল্যান্সাররা বঞ্চিত হচ্ছে না নানা ধরনের সুযোগ সুবিধা থেকে। গ্রামীণফোনের নতুন এই উদ্যোগের কারণে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারে প্রযুক্তি খাত আরো অনেক এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
গ্রামীণফোনের নতুন সেবা উক্ত কোম্পানির সিম দিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে ডাটার মেয়াদ হবে সর্বমোট ৭ দিন অথবা ১ মাস। অর্থাৎ আপনি চাইলে ৭ দিন অথবা ৩০ দিন যেকোনো মেয়েদের ইন্টারনেট সেবা ক্রয় করতে পারেন।
অন্যান্য অপারেটরের তুলনায় গ্রামীণফোনের নেটওয়ার্ক অনেক বেশি বিস্তৃত। শহর কিংবা গ্রাম এলাকা যেকোন স্থানেই সুন্দরভাবে ইন্টারনেট এবং অন্যান্য সেবা ব্যবহার করা যায়। আবার গ্রামীন সিমে গ্রাহক সংখ্যাও অনেক বেশি। বর্তমান সময় গুলোতে ইন্টারনেট সেবার দাম বৃদ্ধি পাওয়াতে গ্রাহকরা অনেকটাই হিমশিম খাচ্ছে। তার ওপর ডাটার মেয়াদ নির্দিষ্ট থাকে। কিন্তু জিপি লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ সেবার মাধ্যমে গ্রাহকরা এখন ব্রডব্যান্ডের মতো করে ব্যবহার করতে পারবে।
একজন নোবেল বিজয়ী কত টাকা পুরস্কার পান, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।