কম খরচে বিমানের টিকিট কাটার উপায় কি
- আপডেট সময় : ০৬:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের পুরো লেখাটি পড়ে জেনে নিন কম খরচে বিমানের টিকিট কাটার উপায়। দেশ থেকে বিদেশ কিংবা দেশের অভ্যন্তরেও অন্য একটি জায়গায় দ্রুত সময় যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই আকাশযান। তবে ইচ্ছে থাকলেই সব সময় এটাতে চড়া সম্ভব হয় না বরং পকেটে কিছু টাকাও থাকতে হয়।
তাইতো অনেকেই কময় টাকা বিমানের টিকিট পাওয়ার উপায় সম্পর্কে জানতে চান। আবার যাত্রীদের জন্য বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি গুলো নানা ধরনের অফার দিয়ে থাকে। না বুঝেই এই ধরনের অফারে পা দেওয়া উচিত নয়। অর্থ সাশ্রয়ের পরিবর্তে বরং আরো অর্থ জরিমানা হতে পারে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জানা নেই।
কম খরচে বিমানের টিকেট কাটার উপায়
তুলনামূলকভাবে বিভিন্ন ছুটির দিন গুলোতে টিকিটের দাম অনেক বেশি থাকে। তাই রবিবার থেকে বৃহস্পতিবারের মাঝের দিন গুলোতে চেষ্টা করুন টিকিট ক্রয় করার। শুক্র-শনি ইত্যাদির সময় ভিড়ের কারণে দামও তুলনামূলকভাবে ভালোই থাকে।
কম টাকায় বিমানের টিকেট কাটার ক্ষেত্রে সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত সকাল কিংবা দুপুরের চাইতে রাতের বেলা টিকিটের দাম অনেকটাই কম থাকে। তাই আপনি অর্থ সাশ্রয়ের করা জন্য রাতে বিমানের টিকেট কাটতে পারেন
বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি ক্রেডিট কার্ড ব্যবহার করার উপরে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকে। যেগুলোকে বলা হয় এয়ার মাইলস। আপনি যদি কম দামে বিমানের টিকেট কাটতে চান তাহলে এই সকল এয়ার মাইলস ব্যবহার করুন। ধরুন আপনার কাছে এয়ার মাইলস রয়েছে ২০ হাজার। প্রতিটির দাম যদি এই ৫০ পয়সা করেও হয় তবে আপনি সাশ্রয় করতে পারবেন ১০ হাজার টাকা।
আবার তাড়াহুড়া করে বিমানের টিকেট কাটলেও অর্থের পরিমাণ অনেকটাই বেশি করে। তাই আপনার হাতে যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে তাহলে আগে থেকেই এটি কিনে রাখুন।
কম দামে বিমানের টিকিট কিনার অন্যান্য উপায়
আবার বিভিন্ন ট্যুরিজম প্রতিষ্ঠান গুলো বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকে। অথবা ট্যুর প্যাকেজের অফার থাকে। আপনি এসকল প্রতিষ্ঠান গুলোতে খোঁজখবর নিতে পারেন। এতে করে অনেক কম দামেই পেয়ে যাবেন বিমানের টিকেট।
যদি আপনি ভ্রমণ করার উদ্দেশ্যে যেতে চান তাহলে মৌসুম অথবা সিজনের বাইরে ভ্রমণ করলে খরচ অনেক কমাতে পারবেন। এতে অনেকটা অদ্ভুত লাগতে পারে তবুও অর্থ বাঁচবে অনেক। কারণ পর্যটনের মৌসুম গুলোতে সব কিছুর দামই তুলনামূলকভাবে অনেক বেশি থাকে।
শুধু বিমানের টিকিটের দামই নয় বরং হোটেল ভাড়া, খাবার দাবার, বিভিন্ন স্পটে ঘোরাঘুরি ক্ষেত্রেও টাকা সাশ্রয় করতে পারবেন।
রাতের বেলা গাছের নিচে থাকা স্বাস্থ্যকর নয় কেন? জানতে এখানে প্রবেশ করুন।