ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কম দামে বাজারের সেরা ব্লুটুথ স্পিকার কোনটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে

Bluetooth Speaker price

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ল্যাপটপ কিংবা মোবাইলের সাথে ব্যবহার করার জন্য অনেকেই কম দামে বাজারের সেরা ব্লুটুথ স্পিকার খুঁজে থাকেন। সাইজে ছোট এবং বাড়তি তারের ঝামেলা না থাকায় এই গ্যাজেটটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সেই সাথে সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো থাকে তারবিহীন এই ডিভাইসটিতে।

আপনি যদি সাম্প্রতিক সময়ে একটি স্পিকার কেনার কথা ভেবে থাকেন তাহলে নিচের উল্লেখিত মডেল গুলি থেকে পছন্দের একটি বেছে নিতে পারেন।

আপনাদের সিদ্ধান্ত গ্রহণের সুবিধার জন্য আমি দাম সহ অন্যান্য ফিচার গুলি উল্লেখ করেছি। তবে বাজার এবং সময় ভেদে দামের কিছুটা তারতম্য হতে পারে। কেনার আগে অবশ্যই ভালোভাবে বর্তমান মূল্য যাচাই করে নিবেন।

১। Xiaomi XMYXO07YM মিনি ব্লুটুথ স্পিকার

বর্তমান সময়ে ১ হাজার ৫০ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর তারবিহীন স্পিকারটি। টাইপ সি ক্যাবলের মাধ্যমে চার্জ দেওয়া যাবে এবং টানা ৬ ঘন্টা চালানো যাবে। মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে চালানো যাবে ১০ মিটার দূর থেকে। এতে ব্লুটুথ ৫.০ ব্যবহার করা হয়েছে।

দেখতে অসাধারণ এই গ্যাজেটটি আপনি বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে অথবা অনলাইন হতেও ক্রয় করতে পারবেন।

২। বাজারের সেরা ব্লুটুথ স্পিকার Hoco HC3

৫৯৮ গ্রাম ওজনে এই স্পিকারটি পাওয়া যাবে কালো, সবুজ এবং ধূসর এই ৩টি রঙে। পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে 2400mA এর ব্যাটারি। গান শোনার জন্য পাওয়া যাবে মোটামুটি ৬ ঘণ্টার ব্যাকআপ। সেই সাথে কেনার সময় পাবেন ৩ মাসের ওয়ারেন্টি।

বাজারের সেরা এই স্পিকারটি সম্পূর্ণভাবে পানি এবং ধুলাবালি রোধী। অর্থাৎ যারা কিনা মাঝে মাঝে বাইরে, বাসার ছাদে কিংবা কোনো আড্ডায় ব্যবহার করতে চান তাদের জন্য খুবই সুবিধা জনক। বৃষ্টির পানি কিংবা ধুলাবালিত কোন সমস্যাই হবে না।

বর্তমানে এটি পাওয়া যাচ্ছে ১৪০০ টাকা। কম দামে বাজারের সেরা ব্লুটুথ স্পিকার গুলোর মধ্যে এটা অন্যতম।

৩। Awei KA6 Wireless Bluetooth Speaker

সাইজে খুবই ছোট এবং এতে ব্যবহার করা হয়েছে 1200mAh এর ব্যাটারি। যাতে করে ব্যাকআপ পাবেন সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৬ ঘন্টা পর্যন্ত। মোবাইলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন ১০ মিটার দূর থেকে। ৮ ওয়াটের চার্জিং সিস্টেমে টাইপ সি কেবল ব্যবহার করা যাবে।

যায় কিনা পকেটে কিংবা ব্যাগে করে নিয়ে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটি বেশ ভালো একটি গেজেট। কারণ আকারে খুবই ছোট। ওজন মাত্র ৫৫০ গ্রাম।

বাজারে এর বর্তমান মূল্য ১৮০০ টাকা।

৪। Yison Celebrate FLY-3

লাল রঙের এই স্পিকারটি দেখতে খুবই সুন্দর। সেই সাথে রয়েছে কালো রঙের মিশ্রণ। বাড়তি সুবিধা হিসেবে পেয়ে যাবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। অর্থাৎ কথা বলেই নিয়ন্ত্রণ করতে পারবেন এটিকে।

1200mA ব্যাটারির এই ডিভাইসটির চার্জ হতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা।

এত সকল সুবিধা সহ ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র ১৯৯০ টাকায়। ব্যাটারির ক্যাপাসিটি অ্যাভারেজ হলেও ফুল চার্জে টানা ৭ থেকে ৯ ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন। যদি কিনা আপনার সাউন্ড ৭০% এর মধ্যে থাকে। এই ব্লুটুথ স্পিকারের দাম অন্যান্য গুলির তুলনায় খানিকটা বেশি হলেও রয়েছে অনেক বাড়তি সুবিধা।

৫। Lenovo Thinkplus K3

আপনারা নিশ্চয়ই lenovo ব্র্যান্ডের কথা শুনেছেন। বাজারে এই কোম্পানির ল্যাপটপ খুবই জনপ্রিয়।

৯৯০ টাকায় আপনি lenovo RGB কালারের সুন্দর একটি স্পিকার পেয়ে যাবেন। এটিকে বাজারের সেরা ব্লুটুথ স্পিকার বলতে পারেন।

এতে ব্যবহার করা হয়েছে 500mAh এর ব্যাটারি। দেখতে খুবই সুন্দর এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৭টি রংয়ের লাইট। তবে ব্যাটারি ক্যাপাসিটি আর কিছুটা বেশি হলে ভালো হতো।

ব্লুটুথ স্পিকার কেনার সময় যে বিষয় গুলি খেয়াল রাখবেন

১। কেনার সময় অবশ্যই বিশ্বস্ত দোকান থেকে ক্রয় করবেন। অনলাইনে কেনার সময়ও ভালোভাবে সাইট সম্পর্কে যাচাই করে নিবেন।

২। আমি উপরে যেসকল মডেল গুলো উল্লেখ করেছি সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ২ থেকে ৩ মাসের ওয়ারেন্টি রয়েছে। তাই সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

৩। সময় ভেদে মূল্যের কিছুটা তারতম্য হতে পারে।

ব্লুটুথ স্পিকার কেনার সময় সেটির সাউন্ড কোয়ালিটি কেমন এবং ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ থাকছে সেগুলো যাচাই করে নেওয়া উচিত। এমনকি ঠিকমত চার্জ হচ্ছে কিনা সেটিও পরীক্ষা করে নিবেন। তা না হলে পরবর্তীতে বিড়ম্বনায় পড়তে হতে পারে।

শিশুদের দাঁতের যত্নে কি কি উপায় অবলম্বন করবেন? জানতে এখানে প্রবেশ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কম দামে বাজারের সেরা ব্লুটুথ স্পিকার কোনটি

আপডেট সময় : ১২:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

ল্যাপটপ কিংবা মোবাইলের সাথে ব্যবহার করার জন্য অনেকেই কম দামে বাজারের সেরা ব্লুটুথ স্পিকার খুঁজে থাকেন। সাইজে ছোট এবং বাড়তি তারের ঝামেলা না থাকায় এই গ্যাজেটটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সেই সাথে সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো থাকে তারবিহীন এই ডিভাইসটিতে।

আপনি যদি সাম্প্রতিক সময়ে একটি স্পিকার কেনার কথা ভেবে থাকেন তাহলে নিচের উল্লেখিত মডেল গুলি থেকে পছন্দের একটি বেছে নিতে পারেন।

আপনাদের সিদ্ধান্ত গ্রহণের সুবিধার জন্য আমি দাম সহ অন্যান্য ফিচার গুলি উল্লেখ করেছি। তবে বাজার এবং সময় ভেদে দামের কিছুটা তারতম্য হতে পারে। কেনার আগে অবশ্যই ভালোভাবে বর্তমান মূল্য যাচাই করে নিবেন।

১। Xiaomi XMYXO07YM মিনি ব্লুটুথ স্পিকার

বর্তমান সময়ে ১ হাজার ৫০ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর তারবিহীন স্পিকারটি। টাইপ সি ক্যাবলের মাধ্যমে চার্জ দেওয়া যাবে এবং টানা ৬ ঘন্টা চালানো যাবে। মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে চালানো যাবে ১০ মিটার দূর থেকে। এতে ব্লুটুথ ৫.০ ব্যবহার করা হয়েছে।

দেখতে অসাধারণ এই গ্যাজেটটি আপনি বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে অথবা অনলাইন হতেও ক্রয় করতে পারবেন।

২। বাজারের সেরা ব্লুটুথ স্পিকার Hoco HC3

৫৯৮ গ্রাম ওজনে এই স্পিকারটি পাওয়া যাবে কালো, সবুজ এবং ধূসর এই ৩টি রঙে। পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে 2400mA এর ব্যাটারি। গান শোনার জন্য পাওয়া যাবে মোটামুটি ৬ ঘণ্টার ব্যাকআপ। সেই সাথে কেনার সময় পাবেন ৩ মাসের ওয়ারেন্টি।

বাজারের সেরা এই স্পিকারটি সম্পূর্ণভাবে পানি এবং ধুলাবালি রোধী। অর্থাৎ যারা কিনা মাঝে মাঝে বাইরে, বাসার ছাদে কিংবা কোনো আড্ডায় ব্যবহার করতে চান তাদের জন্য খুবই সুবিধা জনক। বৃষ্টির পানি কিংবা ধুলাবালিত কোন সমস্যাই হবে না।

বর্তমানে এটি পাওয়া যাচ্ছে ১৪০০ টাকা। কম দামে বাজারের সেরা ব্লুটুথ স্পিকার গুলোর মধ্যে এটা অন্যতম।

৩। Awei KA6 Wireless Bluetooth Speaker

সাইজে খুবই ছোট এবং এতে ব্যবহার করা হয়েছে 1200mAh এর ব্যাটারি। যাতে করে ব্যাকআপ পাবেন সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ৬ ঘন্টা পর্যন্ত। মোবাইলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন ১০ মিটার দূর থেকে। ৮ ওয়াটের চার্জিং সিস্টেমে টাইপ সি কেবল ব্যবহার করা যাবে।

যায় কিনা পকেটে কিংবা ব্যাগে করে নিয়ে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটি বেশ ভালো একটি গেজেট। কারণ আকারে খুবই ছোট। ওজন মাত্র ৫৫০ গ্রাম।

বাজারে এর বর্তমান মূল্য ১৮০০ টাকা।

৪। Yison Celebrate FLY-3

লাল রঙের এই স্পিকারটি দেখতে খুবই সুন্দর। সেই সাথে রয়েছে কালো রঙের মিশ্রণ। বাড়তি সুবিধা হিসেবে পেয়ে যাবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। অর্থাৎ কথা বলেই নিয়ন্ত্রণ করতে পারবেন এটিকে।

1200mA ব্যাটারির এই ডিভাইসটির চার্জ হতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা।

এত সকল সুবিধা সহ ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র ১৯৯০ টাকায়। ব্যাটারির ক্যাপাসিটি অ্যাভারেজ হলেও ফুল চার্জে টানা ৭ থেকে ৯ ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন। যদি কিনা আপনার সাউন্ড ৭০% এর মধ্যে থাকে। এই ব্লুটুথ স্পিকারের দাম অন্যান্য গুলির তুলনায় খানিকটা বেশি হলেও রয়েছে অনেক বাড়তি সুবিধা।

৫। Lenovo Thinkplus K3

আপনারা নিশ্চয়ই lenovo ব্র্যান্ডের কথা শুনেছেন। বাজারে এই কোম্পানির ল্যাপটপ খুবই জনপ্রিয়।

৯৯০ টাকায় আপনি lenovo RGB কালারের সুন্দর একটি স্পিকার পেয়ে যাবেন। এটিকে বাজারের সেরা ব্লুটুথ স্পিকার বলতে পারেন।

এতে ব্যবহার করা হয়েছে 500mAh এর ব্যাটারি। দেখতে খুবই সুন্দর এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৭টি রংয়ের লাইট। তবে ব্যাটারি ক্যাপাসিটি আর কিছুটা বেশি হলে ভালো হতো।

ব্লুটুথ স্পিকার কেনার সময় যে বিষয় গুলি খেয়াল রাখবেন

১। কেনার সময় অবশ্যই বিশ্বস্ত দোকান থেকে ক্রয় করবেন। অনলাইনে কেনার সময়ও ভালোভাবে সাইট সম্পর্কে যাচাই করে নিবেন।

২। আমি উপরে যেসকল মডেল গুলো উল্লেখ করেছি সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ২ থেকে ৩ মাসের ওয়ারেন্টি রয়েছে। তাই সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

৩। সময় ভেদে মূল্যের কিছুটা তারতম্য হতে পারে।

ব্লুটুথ স্পিকার কেনার সময় সেটির সাউন্ড কোয়ালিটি কেমন এবং ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ থাকছে সেগুলো যাচাই করে নেওয়া উচিত। এমনকি ঠিকমত চার্জ হচ্ছে কিনা সেটিও পরীক্ষা করে নিবেন। তা না হলে পরবর্তীতে বিড়ম্বনায় পড়তে হতে পারে।

শিশুদের দাঁতের যত্নে কি কি উপায় অবলম্বন করবেন? জানতে এখানে প্রবেশ করুন।