মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে আরবি সাবজেক্ট
- আপডেট সময় : ০৮:৩৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আসছে বছর নতুন কারিকুলাম অনুযায়ী স্কুল অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে যুক্ত হচ্ছে আরবী সাবজেক্ট। যার পরিপ্রেক্ষিতে ষষ্ঠ থেকে দশম ৫টি শ্রেণীতেই একটি করে আরবি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়াও আরো কিছু পরিবর্তন আনা হয়েছে চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি ও সমমান শ্রেনীতে ৩জন লেখকদের গল্প ও কবিতা পরিবর্তন করা হয়েছে। সেই সাথে ৪ জনের গল্প ও কবিতা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া লেখকদের তালিকা রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় লেখক জাফর ইকবাল।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী আসছে অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষে যারা মাধ্যমিকে ভর্তি হবে তারা ১২ টি বিষয়ের সাথে আরও একটি নতুন বিষয় পাবেন। মূলত ২০১২ সালের কারিকুলাম অনুযায়ী এই সাবজেক্টে আবারও মাধ্যমিক পর্যায়ে যুক্ত হচ্ছে।
হাই স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আরবি বিষয় যুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আরো কিছু সংশোধনী কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। যাদের পরিপ্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম পূর্বের নিয়মে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপরে প্রেক্ষিতে নতুন বই গুলো বাতিল করে নতুন কারিকুলাম অনুযায়ী বই প্রদান করা হবে আসছে বছর।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে আরবি সাবজেক্ট
এ ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান সাংবাদিকদের কে জানান, বিগত সালের কারিকুলামের ফিরে যাওয়া প্রয়োজন এবং সেটি বাস্তবতার তাগিদেই পরিবর্তন করা হচ্ছে। যদিও একসাথে সকল পরিবর্তন সম্ভব হবে না তবে আস্তে আস্তে সেটি বাস্তবায়ন করা হবে।
আমরা জানি নবম এবং দশম শ্রেণীতে বিভাগ বিভাজন প্রক্রিয়া বাতিল করা হয়েছিল। অর্থাৎ একজন শিক্ষার্থী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেভাবে লেখাপড়া করবেন দশম শ্রেণীতে সেই একই ভাবে পরীক্ষা দেবে। শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসের উপরে ভিত্তি করে একটি এসএসসি বা সমমান পরীক্ষার রাখা হয়েছিলো। শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক, ব্যবসায় ইত্যাদি বিভাগ পছন্দ করতে পারবে এইচএসসি থেকে।
সেই সাথে প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা এবং অনুষ্ঠান হতেও বেশ পরিবর্তন আনা হয়। আমরা জানি সামাজিক যোগাযোগ ও গণ মাধ্যম গুলোতে এ নিয়ে বেশ বিতর্ক এবং আলোচনা তৈরি হয়েছিল।
এমতাবস্থায় ৫ এ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর গঠিত হয় অন্তবর্তীকালীন সরকার। যার পর থেকেই শিক্ষা সহ দেশের বিভিন্ন খাতে চলে আসছে নানা ধরনের সংস্কার। আর সেই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ে যুক্ত হচ্ছে আরবি সাবজেক্ট।
কিডনিতে পাথর হওয়ার লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি জানতে এখানে প্রবেশ করুন।