কম টাকায় কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন
- আপডেট সময় : ০৯:২৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
বর্তমান যুগে আমাদের ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না। তাইতো সবার বাসায় রয়েছে ব্রডব্যান্ড কানেকশন। কিন্তু গ্রাম এবং মফস্বল অনেক এলাকা গুলোতে এখনো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছায়নি। তাইতো সম্পূর্ণভাবে নির্ভর করতে হয় সিম অপারেটর গুলোর উপর। কিন্তু কম টাকায় কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন সেটি অনেকে জানেন না।
বর্তমানে সকল সিম অপারেটরদের কাছ থেকেই ইন্টারনেট কিনতে গেলে খরচ করতে হয় বেশ কিছু অর্থ। কারণ ইন্টারনেটের দাম বিগত কয়েক বছরের তুলনায় সাম্প্রতিক সময়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আবার নির্দিষ্ট মেয়াদ এবং ডাটা লিমিটের কারণে খুশিমতো ব্যবহার করা যায় না। তাই এ সমস্যার সমাধান থেকে কিভাবে মুক্তি পেতে পারেন চলুন সেই সম্পর্কে জেনে নেই।
গ্রামীন সিমে কম টাকায় ইন্টারনেট
বাংলাদেশের সবচাইতে বেশি গ্রাহক সংখ্যা হচ্ছে জিপি সিমের। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুটি বিশেষ সুবিধা এনেছে এই কোম্পানি। যার একটি হচ্ছে জিপিফাই। এর মাধ্যমে একজন গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মতো করেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য প্রয়োজন হবে জিপিফাই রাউটার। তবে এখনো বাংলাদেশের সকল এলাকায় এ সার্ভিসটি পৌঁছায়নি।
প্রতিমাসে সর্বনিম্ন ১ হাজার টাকা বিল প্রদান করে আনলিমিটেড ইন্টারনেট সেবা নিতে পারবেন। আবার লিমিটলেস ইন্টারনেট সেবা চালু করেছে গ্রামীণফোন কোম্পানি। এর মাধ্যমে আপনি দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে ইন্টারনেট ক্রয় করতে পারবেন। জিপিফাই এর প্রধান সুবিধা হচ্ছে আপনি যত খুশি ব্যবহার করেন না কেন ডাটা লিমিট শেষ হবে না। কম টাকায় ইন্টারনেট ব্যবহার করার জন্য এটি সবচাইতে ভালো পদ্ধতি।
কোন সিমে কম টাকায় ইন্টারনেট পাওয়া যায়
ইন্টারনেট প্যাকেজের মূল্য, সেবা ইত্যাদি বাংলাদেশের প্রায় সকল অপারেটরদের ক্ষেত্রে একই রকম। তবে আপনার এলাকায় সব সিমের নেটওয়ার্ক ঠিকমতো নাও পেতে পারেন। আপনি গ্রামীণ, এয়ারটেল রবি, টেলিটক কিংবা বাংলালিংক যেকোনো অপারেটর ব্যবহার করতে পারেন।
তবে এ সকল সিম অপারেটরদের অ্যাপ ব্যবহার করলে সবচাইতে কম টাকায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
টেলিটক সিমে ইন্টারনেট প্যাকেজ সুবিধা
বর্তমানে জেনজি এর জন্য টেলিটক বিশেষ সিম এবং প্যাকেজ চালু করেছে। এই অফারের অধীনে রয়েছে অত্যন্ত কম মূল্যে ইন্টারনেট এবং ভয়েস কল অফার। আপনার বয়স যদি ১৯৯৭ সাল অথবা তারপরও হয়ে থাকে তাহলে এই সুবিধা গুলো উপভোগ করতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য টেলিটক আগামী এবং বর্ণমালা রয়েছে।। যেগুলোতে রয়েছে কম রেটে ভয়েস এবং ইন্টারনেট সুবিধা।
বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের দাম এবং সুবিধা
আপনি যদি লিমিটলেস ইন্টারনেট সেবা উপভোগ করতে চান তাহলে ৭০০ থেকে ৮০০ টাকা প্যাকেজ খরচ হতে পারে ১ মাসের জন্য। আমি মনে করি ৩০০ কিংবা ৫০০ টাকায় লিমিট যুক্ত প্যাকেজ না কিনে এটি কেনে উত্তম পদ্ধতি। এতে করে ডাটা শেষ হওয়ার কোন ভয় থাকবে না। নিরবিচ্ছিন্নভাবে পুরো এক মাস ব্যবহার করতে পারবেন।
আর যদি আপনার বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থাকে তাহলে যে কোন সিমে ১ মাস অথবা ৩০ দিন মেয়েদের একটি প্যাকেজ কিনতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনার এলাকায় সেই সিমের নেটওয়ার্ক ঠিক মতন আছে কিনা।
আর যদি ব্রডব্যান্ড সংযোগ না থাকে তাহলে কোন সিমে কম দামে ইন্টারনেট পাওয়া যায় সেটি নিয়ে আর গবেষণা না করে সরাসরি জিপিফাই রাউটার নিয়ে নিতে পারেন। এতে করে প্রতিমাসের সর্বনিম্ন ১০০০ টাকা বিল প্রদান করে পরিবারের সবাই ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
আশা করি কম দামে ইন্টারনেট ব্যবহার করার উপায় গুলি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এ ধরনের আরও টিপস পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
খাঁটি সোনা যাচাই করার উপায় জানতে এখানে প্রবেশ করুন।