বাসা বাড়ি হতে মাছি দূর করবেন কিভাবে
- আপডেট সময় : ১২:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
বাসা বাড়িতে অতিরিক্ত মশা মাছির উপদ্রব থাকলে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়। সাধারণত নোংরা জায়গায় বসবাস করা এই প্রাণীটি বিভিন্ন খাবারে উপর বসার পর সেগুলো খেলে ব্যাকটেরিয়া এবং জীবাণুর সংক্রমণ হতে পারে। কারণ এরা একসাথে অসংখ্য ডিম পারে এবং খুবই দ্রুতগতিতে বংশবৃদ্ধি করে।
তাই আপনার বাসার ভেতর যাতে এরা খুব সহজে প্রবেশ এবং বংশবিস্তার না করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
বাসা বাড়ি হতে মাছি দূর করার উপায়
১। এর জন্য সবচাইতে উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে রান্নাঘর, বারান্দা, ফুলের টব ইত্যাদি স্থানে কোন ভাবে যেন ময়লা এবং পানি জমে না থাকে। বিভিন্ন ভেজা জিনিস কিংবা ঘর মোছার কাপড় দূরে কোথাও রাখুন।
২। মাছিরা দারুচিনির গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘরে বিভিন্ন স্থানে কিছু পরিমাণে দারুচিনি গুড়ো করে রেখে দিন। লবঙ্গও ব্যবহার করতে পারেন। বাসায় যে স্থানে বেশি মাছির উপদ্রব দেখা যায় সেখানে কর্পূর এবং পুদিনা পাতাও রাখতে পারেন।
৩। জানালা কিংবা দরজা খোলা রাখলে কিছু পরিমাণে মশা মাছি প্রবেশ করে যেতেই পারে। এর জন্য খাবার গুলি ভালোভাবে ঢেকে রাখুন।
৪। মাছি দূর করার উপায় গুলোর মধ্যে একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে, কাগজের চোঙা ব্যবহার করা। এর জন্য একটি ফুলদানির পাত্রে কিছু পরিমাণে পানি অথবা ভিনেগার ভরে নিন। তারপর কাগজ দিয়ে চোঙা বানিয়ে ওই পাত্রে রেখে দিন। মাছি গুলো তরল পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে কাগজের চোঙা দিয়ে ভিতরে ঢুকবে। কিন্তু পরবর্তীতে সেগুলো আর বের হয়ে আসতে পারবে না।
৫। ঘরে মোমবাতি জ্বালিয়ে রাখলে সমস্ত মাছি বের হয়ে যায়।
৬। মশা বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করলেও মাছি বেশির ভাগে থাকে মেঝের সাথেই থাকে। তাই কিছু পরিমাণে নিম পাতা গরম পানিতে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা হলে ঘরের মেঝে ধোয়ার পানির সাথে মিশিয়ে পুরো মেঝে পরিষ্কার করে নিন। এতে করে মাছি আর আসবেনা। ফিনাইলও ব্যবহার করতে পারেন।
আবার শুধুমাত্র ঘরের অভ্যন্তরেই নানা ধরনের কার্যকলাপ করলে হবে না। বাসার আশেপাশও পরিষ্কার রাখতে হবে। কারণ আমরা জানি মশা মাছি গুলো বেশিরভাগই জলাবদ্ধ স্থানে ডিম পেরে থাকে। তাই নিয়মিত খেয়াল রাখুন আপনার বাসার পাশে এরকম কোথাও কোনো জ্বলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা।
অন্যান্য সতর্কতা
দৈনন্দিন জীবনে কিছু সতর্কতা অবলম্বন করলে অনেক রোগ প্রতিরোধ করা যায়। বিশেষ করে বাসায় যাবে শিশু বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে মশা মাছি দূর করার সর্বোচ্চ পদক্ষেপ গুলি অনুসরণ করা উচিত।
মাটিতে চুন ব্যবহার করে কি কি সমস্যা দূর করা যায়? জানতে এখানে প্রবেশ করুন।