মালদ্বীপ হানিমুনে যেতে কত টাকা খরচ হবে
- আপডেট সময় : ১১:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
পকেটে কিছু অর্থ থাকলে আমাদের সবারই মন চায় কোথাও থেকে ঘুরে আসতে। তাইতো মালদ্বীপ যেতে কত টাকা লাগে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। কাজের ব্যাপারে নয় বরং বিভিন্ন বিনোদনমূলক স্থান ঘুরে আসার ব্যাপারে আমার এই লিখাটি। এমনকি যারা সাম্প্রতিক সময়ে হানিমুনে যেতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
বাংলাদেশ হতে মালদ্বীপের ট্রাভেল ভিসা পাওয়া অনেকটাই সহজ। তবুও চলুন খুটিনাটি বিষয় গুলি জেনে নেই।
উক্ত দেশের বিলাসবহুল হোটেলে কিংবা রিসোর্ট গুলোতে রয়েছে ওয়াটার ভিলা। তবে এর জন্য আপনাকে যেতে হবে প্রাইভেট দ্বীপ গুলোতে। থাকা খাওয়ার সুবিধা যেরকম জাকজমকপূর্ণ তেমনি খরচ অনেকটাই বেশি।।
আপনি যদি এক রাতের জন্য ভিলা ভাড়া করেন তাহলে খরচ করবে সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত। তবে মৌসুম ভেদে কখনো কখনো বেশিও খরচ হতে পারে। তাই মালদ্বীপ যেতে কত টাকা খরচ সেটি নির্ভর করবে আপনার চাহিদার উপর। আপনি নিশ্চয়ই দ্বীপের উপর এই ধরনের ওয়াটার ভিলা গুলো বিভিন্ন ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন।
তবে নিজের জীবনসঙ্গীকে নিয়ে কিছুটা আনন্দ উপভোগ করার জন্য এইটুকু অর্থ খরচ করা যেতেই পারে। আবার আপনি চাইলে ১ লক্ষ টাকার মধ্যে মোটামুটি ঘুরে বসতে পারবেন।
মালদ্বীপ যেতে কত টাকা খরচ হয়
মালদ্বীপের ওয়াটার স্পট গুলোতে স্বাভাবিকভাবে ঘুরে আসতে খরচ হতে পারে ৫০ হাজার থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত। আপনি যত বেশি রাইড ব্যবহার করবেন আপনার বিলের পরিমাণও ততই পারবে। তাই বাজেট বুঝাই ঘোরাফেরার স্পট নির্ধারন করা প্রয়োজন। এমনকি দু’জন মিলে আড়াই লাখ টাকা খরচ করলে মোটামুটি সব ধরনের বিনোদনের উৎস গুলোতেই যোগদান করতে পারবেন। আর যদি আপনি ওয়াটার ভিলাতে না থাকেন তাহলে খরচের পরিমাণ অনেকটাই কমে যাবে।
অন্যতম দ্বীপের দেশ মালদ্বীপে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২০০টি দ্বীপ রয়েছে। এগুলোর মধ্যে কম দামী অনেক ঘোরার জায়গা পাবেন। আপনি যে রিসোর্ট কিংবা হোটেল গুলোতে থাকবেন সেখানেই রয়েছে খাওয়া-দাওয়া ভালো ব্যবস্থা। তবে যদ প্রিয় সঙ্গীকে কিছুটা রোমান্টিক পরিবেশের উপহার দিতে চান তাহলে ডিনার কিংবা লাঞ্চের জন্য খরচ হতে পারে প্রায় ২ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। আপনি যত বিলাসবহন রিসোর্ট কিংবা হোটেলে উঠবেন আপনার খরচের পরিমাণ বাড়তে থাকবে।
এশিয়া মহাদেশের সবচাইতে ছোট এবং নিচু এলাকার দেশ হচ্ছে মালদ্বীপ। প্রতিবছর সারা পৃথিবী হতে লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে অবসর সময় কাটাতে। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের যেন রয়েছে তীব্র একটি আকর্ষণ। বিশেষ করে যারা পানি এবং সাগর ভালোবাসেন তাদের জন্য তো স্বপ্নের দেশ মালদ্বীপ।
আশা করি মালদ্বীপ যেতে কত টাকা খরচ হয় এবং হানিমুন করতে কি পরিমান বাজেট করতে হবে সে সম্পর্কে ধারণা প্রদান করতে পেরেছে। এই ধরনের আরো প্রয়োজনীয় টিপস পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
২০২৪ সালে বসতবাড়ির খাজনা কত টাকা? জানতে এখানে প্রবেশ করুন।