আসছে বছর এসএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
সম্প্রতি ঘোষণা হয়েছে যে আগামী বছর ২০২৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। তারপরে জুন মাসের শেষের দিকে নেয়া হতে পারে এইচএসসি এবং সমমানের পরীক্ষা গুলি। গত ২৪ শে অক্টোবর রবিবার ঢাকা বোর্ডের কর্মকর্তাদের মাধ্যমে এই তথ্য গুলি জানা যায়।
তবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাসের উপর নির্ভর করে।
এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সাংবাদিকদেরকে জানান, এবারের পবিত্র মাহে রমজানের পর আয়োজন করা হবে মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা। পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী বছরের ৩১ শে মার্চ। তারপর থেকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই শুরু করা হবে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
তারক কিছুদিন পর অর্থাৎ জুন মাসের দিকে ঈদুল আযহার পর অনুষ্ঠিত করার পরিকল্পনা আছে উচ্চমাধ্যমিক পরীক্ষা গুলি। ঈদুল আযহার সম্ভাব্য তারিখ হচ্ছে ৭ জুন। সেই হিসেবে উক্ত মাসের শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য আয়োজন চলছে।
শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে মাধ্যমিক এব বোর্ড পরীক্ষা। এই দুই পরীক্ষার ফলাফলের উপর অনেকটাই বিশ্ববিদ্যালয়ের এডমিশন নির্ভর করে থাকে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে
কারণ বিশ্ববিদ্যালয় গুলোতে আবেদন করার জন্য নূন্যতম একটি পয়েন্ট থাকতে হয়। সেই সাথে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষাতে ন্যূনতম জিপিএ উল্লেখ করা থাকে। তাইতো প্রতিবছরই এ দুটি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বেশ উচ্ছ্বাস এবং আগ্রহ দেখা দেয়।
অনেক শিক্ষার্থী আবার এই দুইটির পাঠ চুকিয়ে বিদেশে পায়ে জমায় উচ্চ শিক্ষার জন্য। বাংলাদেশ থেকে পৃথিবীর উন্নত বিভিন্ন দেশের ইউনিভার্সিটি গুলোতে এডমিশন নেওয়ার জন্যও বেশ ভালো জিপিএ এর প্রয়োজন হয়। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই ধরনের উচ্চ শিক্ষা কার্যক্রমে ব্যাপক হারে এগিয়ে গিয়েছে। বলতে পারেন জীবনের স্বপ্ন পূরণের ধাপ গুলি শুরু হয় এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর থেকে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি ভাবে নেওয়া সম্ভব হয়নি বলে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ইত্যাদি ভর্তি প্রক্রিয়া ইতিমধ্য শুরু হয়ে গিয়েছে। আগামী ডিসেম্বর এবং জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে এডমিশন পরীক্ষা করে।
তারপরেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের পর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে।
ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ২০২৫ সালের রমজান মাস। বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।