কম দামী মোবাইল দিয়ে ভালো ছবি তোলার উপায়
- আপডেট সময় : ১০:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বর্তমানে বাজারে লক্ষ টাকা দামের অনেক ফোন বের হয়েছে যেগুলোতে প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরার মত ছবি তোলার সুবিধা থাকে। কিন্তু এভারেজ কিংবা লো বাজেটের মোবাইল দিয়ে ভালো ছবি তোলার উপায় গুলি নিয়ে আজকে আলোচনা করব। ফটোগ্রাফি করার জন্য ভালো ক্যামেরাই একমাত্র বিষয় নয় বরং অন্যান্য পদ্ধতি গুলো জানা থাকতে হয় ছবি ধারন করার জন্য।
এমন কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে আপনি কম দামী ফোন দিয়ে ভালো ছবি তুলতে পারবেন। অনেকেই আবার একটি ফটোকে বিভিন্ন সফটওয়্যার দ্বারা এডিট করে সেটাকে প্রফেশনাল মানের করে তোলে। কিন্তু যদি সেটার রেজুলেশন খারাপ হয় কিংবা পর্যাপ্ত পরিমাণে আলো না থাকে তাহলে যতই এডিট করুন না কেন প্রফেশনাল লুকিং পাবেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে কোথাও ঘুরতে গেলে অবশ্যই ছবি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। তা না হলে ঘুরার আনন্দই যেন থাকে না। আবার অনেক সময় মনের মত ছবি না ওঠার কারণে মেজাজ খারাপ হয়ে যায়। কারণ বারবার তো আর একই জায়গায় গিয়ে ছবি উঠানো সম্ভব না। তাইতো কম দামী মোবাইলে ভালো ছবি তোলার উপায় গুলো জেনে নিন এবং প্রিয় মুহূর্ত গুলোকে সুন্দরভাবে ধরে রাখুন।
রিসার্চ করুন
ডিএসএলআর কিংবা মোবাইলের ক্যামেরা যাই হোক না কেন সেটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রতিটি ডিভাইসের জন্য আলাদা আলাদা সেন্সর এবং অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করা হয়। ক্যামেরার এই সকল যন্ত্রাংশ ভেদে ছবি তোলার পদ্ধতিতেও বেশ কিছু বিষয় ব্যাপার থাকে। তাই আপনার হাতে যে ডিভাইসটি রয়েছে ইউটিউব হতে সেটা সম্পর্কে ভালোভাবে আগে জেনে নিন।
মোবাইল দিয়ে ভালো ছবি তোলার উপায় হিসেবে লিডিং লাইনস সম্পর্কে জানা
আমরা যখন প্রকৃতির দৃশ্যের ধারণ করি যেমন পাহাড়, নদী, গাছপাড়া ইত্যাদি তখন লিডিং লাইনস পদ্ধতি মেনে দৃশ্য ধারণ করা উচিত। এর মানে হচ্ছে ধরুন আপনি একটি পাহাড়ের ছবি তুলবেন, তখন সেই পাহাড়ের দৃশ্যটিকে ফুটিয়ে তোলার জন্য এর সাথে সংযুক্ত কিংবা আশেপাশের কোন বস্তুকে ফ্রেমের মধ্যে রাখতে পারেন। এতে করে দর্শকরা ছবির মূল বিষয়বস্তুর দিকে ফোকাস করতে পারবে। আপনি শুধুমাত্র এই পাহাড়টিকে ফ্রেমের ভিতরে আনলে আকর্ষণীয় হবে না।
জানতে হবে রুল অফ থার্ড (rule of third)
যদি কোনো দৃশ্য কিংবা বস্তুকে পুরো ফ্রেম জুড়ে ধারণ করেন তাহলে সেটি কোনভাবেই প্রফেশনাল ফটোগ্রাফির মধ্যে পড়বে না। এমনকি দেখতে অনেকটা বিরক্ত লাগবে। মনে মনে আপনার ক্যামেরা কিংবা মোবাইলের পুরো স্ক্রিন টিকে ৩ টি ভাগে ভাগ করুন। তারপরে মাঝখানের একটি ভাগে মূল দৃশ্য কিংবা বস্তুটিকে রাখার চেষ্টা করুন।
মোবাইল দিয়ে ভালো ছবি তোলার উপায় গুলোর মধ্যে হয় এটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। মূল ফ্রেমের অন্তত দুই-তৃতীয়াংশ জায়গা ফাঁকা রাখুন।
ধারণা রাখুন গোল্ডেন আওয়ার সম্পর্কে (golden hour)
এটি দ্বারা মূলত সময়কে বোঝানো হয়েছে। সকাল কিংবা দুপুরের আলোতে আপনি যে ধরনের ছবি ধারণ করতে পারবেন বিকেল কিংবা সন্ধ্যায় সেটি পারবেন না। তাই আপনি কোন ধরনের ছবি উদ্দেশ্য করতে চান সেটি ঠিক করে সময় নির্ধারণ করুন। তবে সকাল ১০ টা এবং বিকাল ৩ টার দিক হলো ছবি তোলার জন্য আদর্শ সময়। এসময় পর্যাপ্ত পরিমাণে আলো থাকে কিন্তু সূর্যের তীব্রতা থাকে না।
নানা দিক থেকে ছবি উঠানো
এ সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। ছবি তোলার ক্ষেত্রে এঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সরাসরি সামনে থেকে ছবি তুললে সবসময় সেটি দেখতে সুন্দর নাও হতে পারে। তাই বিভিন্ন দিকে ঘুরে ফিরে দেশে ধারণ করার চেষ্টা করুন।
বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার
আপনি মোবাইল দিয়ে ভালো ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের সফটওয়ার পাবেন। চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন। সেগুলো দিয়ে ছবি এডিটও করার যায়।
পরিশেষে কম দামী মোবাইল দিয়ে ভালো ছবি তোলার উপায় এবং সঠিক ব্যবহার জানা থাকলে আপনার প্রিয় মুহূর্ত গুলোকে আরো সুন্দরভাবে ধারণ করতে পারবেন। আগে কার দিনের এনালগ ক্যামেরা গুলোর দিয়ে অনেক উন্নত মানের ছবির ধারণ সম্ভব হতো শুধুমাত্র এ সকল পদ্ধতি জানার কারণে।
পছন্দের রং চা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।