জেনে নিন কিভাবে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ করবেন
- আপডেট সময় : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৫২১ বার পড়া হয়েছে
১৫ অক্টোবর মঙ্গলবার ২০২৪ তারিখে প্রকাশিত হওয়া ফলাফলের ভিত্তিতে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ আবেদন করার নিয়ম সম্পর্কে জেনে নিন। এবার ফলাফল প্রকাশিত হয়েছে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। অর্থাৎ যে সকল বিষয়ের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি সেগুলোর নাম্বার পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রদান করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ কি
যখন কোন পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় তখন সেটি পুনঃনিরীক্ষণের জন্য সুযোগ প্রদান করা হয়। এর কারণ হচ্ছে ভুল কিংবা অসাবধানতাবশত কোন রেজাল্টে কোনো ত্রুটি দেখা দিলে সেটি পুনরায় যাচাই করার সুযোগ প্রদান করা।
২০২৪ সালের এইচএসসিও সমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করা যাবে আগামী ১৬ই অক্টোবর বুধবার থেকে ২২ শে অক্টোবর মঙ্গলবার পর্যন্ত।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হয়েছে যে সকল শিক্ষার্থী তাদের ফলাফলের সন্তুষ্ট না অথবা আরও ভালো ফলাফল প্রত্যাশা ছিলো বরাবরের মতো এবারও তারা এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের জন্য সুযোগ পাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যেকোনো টেলিটক সিমের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।
কিভাবে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেন
এই আবেদনটি করার জন্য আপনাকে কোন অফিসে কিংবা শিক্ষা বোর্ডে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে অল্প কিছু সময়ের মধ্যেই এটি সম্পূর্ণ করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই একটি মোবাইল ফোন এবং একটি টেলিটক সিম প্রয়োজন হবে। কারণ আবেদন পরিষদের জন্য অবশ্যই টেলিটক সিমই ব্যবহার করতে হবে।
এসএমএস পাঠানোর নিয়ম
• প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যাবেন।
• তারপর টাইপ করতে হবে RSC তারপর একটি স্পেস দিয়ে বোর্ডের নামে প্রথম তিন অক্ষর বসাতে হবে, এরপর আরেকটি স্পেস দিয়ে এইচএসসির রোল নম্বর বসিয়ে স্পেস দিয়ে যে সাবজেক্টের ফলাফল পুনঃনিরীক্ষণ করতে চাচ্ছেন ওই সাবজেক্টের কোড নম্বর লিখতে হবে।
উদাহরণ: RSC DHA 123456 447788
• সবকিছু লেখা শেষ হয়ে গেলে এসএমএস টি পাঠাতে হব ১৬২২২ নাম্বারে।
• মেসেজটি সেন্ড হওয়ার পরে সাথে সাথে একটি ফিরতি মেসেজ আসবে পিন নম্বর সহ। এরপর আবারো মেসেজ অপশনে গিয়ে RSC টাইপ করে একটি স্পেস দিয়ে YES লিখতে হবে। লেখার পরে একটি স্পেস দিয়ে সেই পিন নম্বরটি বসাতে হবে। পিন নম্বরের পরে আরেকটি স্পেস দিয়ে মোবাইল নম্বর দিতে হবে। মেসেজটি আগের মতই অন 16222 নাম্বার পাঠাতে হবে।
উদাহরণ: RSC YES 27373 0171000000
দ্বিতীয় মেসেজটিতে পিন নম্বর সহ পাঠালে পরীক্ষার নির্ধারিত ফি অর্থাৎ ১৫০ টাকা টেলিটক সিম থেকে কেটে নেবে। আর দুটি এসএমএস পাঠানোর জন্য সর্বমোট খরচ হবে ৫ টাকা।
তবে আপনি যদি কম্পিউটারের দোকান থেকে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেন তারা বাড়তি খরচ হিসেবে কিছু টাকা রেখে সর্বমোট ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত নিতে পারে।
বোর্ড চ্যালেঞ্জ করলে কি ফলাফল পরিবর্তন হবে?
যেহেতু সর্বশেষ আবেদন করার তারিখ ২২ শে অক্টোবর তাই আবেদন এই লাস্ট ডেটের পুনঃনিরীক্ষণের ফলাফল কবে প্রকাশিত হবে সেটা সম্পর্কে জানা যাবে। তবে সত্যিকার অর্থেই যদি কারো খাতায় কোন ত্রুটি পরলেক্ষিত হয় সে ক্ষেত্রে রেজাল্ট পরিবর্তিত হতে পারে। অর্থাৎ নম্বর বাড়তে পারে। আবার এরকম যদি হয় খাতায় কোন ত্রুটি পরিলক্ষিত হয়নি অর্থাৎ মূল ফলাফলটি সঠিক ছিল তাহলে ফলাফল পরিবর্তন হবে না।
তবে আমি আমার আশেপাশে অনেককে দেখেছি যাদের ফলাফল পরিবর্তিত হয়েছে। তোমার যদি সত্যিকার অর্থে কনফিডেন্স থাকে যে ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু কোন কারনে রেজাল্ট খারাপ এসেছে নির্দিষ্ট কোন বিষয়ে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আর তা না হলে এটি করা তেমন কোনো প্রয়োজনীয়তা নেই।
আমাদের শেষ কথা (hsc board challenge)
এবারের পরীক্ষায় সারা বাংলাদেশ হতে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। বাংলাদেশের সকল বোর্ড মিলে পাসের হার ৭৭.৭৮%। ২০২৪ সালের এই পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন। পাশের হার বিগত বছরের তুলনায় কম হলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশ বেশি। আর তোমাদের যারা রেজাল্ট আরো ভালো হওয়া বলে আশা করেছিলে তারা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ এর আবেদন আগামী ১৬ অক্টোবর হতে অনলাইনে করতে পারবেন।
জেনে নিন ভীমরুলে কামড়ালে কি করা উচিত, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।