কিভবে নকল কসমেটিক্স চিনতে পারবেন
- আপডেট সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আমরা সবাই চাই আমাদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগুক। রূপচর্চায় মেয়েরা আরও কয়েক ধাপ এগিয়ে। নিজের ত্বক ও চুল ইত্যাদি যত্নের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রসাধনের সামগ্রী ব্যবহার করে থাকি। আবার প্রায় সময়ই নকল কসমেটিক্স কিনে প্রতারিত হই। এতে করে অর্থ অপচয়ের পাশাপাশি ত্বকেরও অনেক ক্ষতি হতে পারে।
বাজার থেকে কেনার সময় কিভাবে নকল কসমেটিক্স চিনবেন সে উপায় সম্পর্কে আজকে আমি আলোচনা করব।
প্রথমেই মূল্যের দিকে খেয়াল করুন
জনপ্রিয় সকল ব্র্যান্ড গুলোর পণ্য কিছুটা মূল্যবান হয়ে থাকে। এমনকি আন্তর্জাতিক পণ্য গুলো আরো বেশি দামি হয়। তাই কেনার সময় পন্যের মূল্য গুলি যাচাই করে নিন। যদি তুলনামূলক ভাবে দাম কম থাকে তাহলে ধারণা করে নিতে পারেন এটি নকল অথবা গুণগত মান খুবই খারাপ।
কি কি উপাদান ব্যবহার করা হয়েছে সেটি দেখে নিন
কোন প্রোডাক্টে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর একটি তালিকা এর মোড়োকে দেওয়া থাকে। এমনকি প্রতিটি ব্যান্ডের ব্র্যান্ডের একটি নিজস্ব ইউএসপি রয়েছে। যেগুলো দেখে একজন গ্রাহক নির্ধারণ করতে পারে যে সেই পণ্যটি তার জন্য উপযোগী কিনা। তাই কেনার সময় সব সময় উপাদান গুলো মনোযোগ সহকারে করুন
নকল কসমেটিকস চেনার উপায় হিসেবে সার্টিফিকেশন এবং সিল
ত্বক কিংবা চুলের জন্য ব্যবহার করা প্রতিটি কসমেটিক্সের একটি অনুমোদন সিল থাকে। যেটি মূলত চর্মরোগ বিশেষজ্ঞ সমিতির পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। প্রতিটি পণ্য প্যাকেজিংয়ের সময় এই সিলটি ব্যবহার করা হয়। আপনি চাইলে কোন ব্র্যান্ডের কসমেটিকসের ও সিলটি দেখে ওয়েবসাইটের মাধ্যমে আসল কিনা নকল যাচাই করতে পারবেন।
যদি কোন ধরনের পণ্যে এই সিল অনুপস্থিত থাকে তাহলে ধরে নিতে পারবেন সেটি নকল।
অনলাইন হতে কসমেটিক্স কেনার সময়
বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে ঘরে বসে বিভিন্ন ধরনের পণ্য অর্ডার করা যায়। আমরা অনেক সময় বিভিন্ন প্রসাধনের সামগ্রী অনলাইন হতে অর্ডার করে থাকি। এক্ষেত্রে প্রতিটি পণ্যের রিভিউ গুলো দেখে নিন। অর্থাৎ ওদের যারা এই প্রোডাক্টটি এখানে ব্যবহার করেছে তারা কি ধরনের মন্তব্য করেছে সেটা জানা অত্যন্ত জরুরী। এর মধ্যে আপনি নকল প্রসাধনী সামগ্রী চিনতে পারবেন।
বিশ্বস্ত দোকান থেকে ক্রয় করুন
আমাদের প্রায় সময়ই এ ধরনের পণ্য কেনার দরকার পড়ে। এভাবে অনেক দোকানদার আমাদের পরিচিত ভাই বিশ্বস্ত হয়ে যায়। তাই সব সময় নকল কসমেটিক্স হতে বাঁচার জন্য পরিচিত এবং বিশ্বস্ত শপে যান। শহর এলাকায় বড় বড় সুপার শপ এবং বিখ্যাত ব্র্যান্ড শপ আছে যেগুলোতে অরজিনাল পণ্যই কিনতে পাওয়া যায়।
আমাদের শেষ কথা
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা মাঝে মাঝে দেখে থাকি যে পন্যের গুণগত মান খারাপ কিংবা নকল হওয়ার কারণে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। আপনি যদি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে চান তাহলে কেনার আগে নকল কসমেটিক কেনা যাচাই করেন।
নাক ডাকা প্রতিরোধের সহজ কয়েকটি উপায় জানতে এখানে প্রবেশ করুন।