২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ হলো
- আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
অল্প কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এইচএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল। যার পর থেকে শিক্ষার্থীরা ব্যস্ত আছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে। এরমধ্যে প্রকাশিত হলো মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ। জানা গিয়েছে এমবিবিএস ও ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে।
ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে পবিত্র শবে বরাত। এছাড়াও Dhaka University ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে।। যার কারণে আগের তারিখ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষার গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে ২৯ শে অক্টোবর অভ্যন্তরীণ একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন ফেব্রুয়ারি নয় বরং জানুয়ারি মাসের ১৭ তারিখেই মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সেই সাথে ডেন্টাল বা বিডিএসের ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে।
এর আগে যে ১৪ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছিল ওইদিন শবে বরাত অনুষ্ঠিত হতে পারে। আবার একুশে ফেব্রুয়ারি ও নেওয়া সম্ভব নয়। যার কারণে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে চূড়ান্তভাবে নির্ধারিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো বেশ কয়েকটি ইউনিভার্সিটি তাদের ভর্তি পরীক্ষার ব্যাপারেও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হলো
প্রায় সকল ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রথমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হয়। এর জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কিছু তথ্য, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নির্ধারিত ফি প্রয়োজন হয়। অনলাইন থেকে আবেদন পত্র এবং এডমিট কার্ড প্রিন্ট করা যায়। তারপর পরীক্ষা এবং ফলাফল সহ যাবতীয় তথ্য গুলি শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বেশিরভাগেরই স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার। তাইতো মেডিকেল ভর্তি পরীক্ষা কে কেন্দ্র করে অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। এমনকি চান্স পাওয়ার বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন।
প্রতিবছরে ভর্তি পরীক্ষার মাধ্যমে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ গুলোতে ছাত্রছাত্রীদের নির্বাচন করা হয়। প্রথমে এমসিকিউ পদ্ধতিতে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার পরবর্তীতে একটি প্রাথমিক ভাইবা এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এমনকি একটি অপেক্ষমান তালিকায় প্রকাশ করা হয়। কোন কারনে সিট খালি হলে কিংবা মেয়ে তালিকা তাদের থেকে কেউ ভর্তি না হলে অপেক্ষমান তালিকাভুক্তদের কে সুযোগ দেয়া হয় ভর্তির জন্য।
প্রতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ এমবিবিএস ও ডেন্টাল এডমিশন এক্সাম ২৮ শে ফেব্রুয়ারি এবং ১৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে।
নতুন গাড়ির টায়ারে ছোট ছোট কাঁটা থাকার কারণ কি? জানতে এখানে প্রবেশ করুন।