ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন গাড়ির টায়ারে ছোট ছোট কাঁটা থাকার কারণ কি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে

গাড়ির টায়ারে ছোট ছোট কাঁটা থাকে কেনো

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপনি নিশ্চয়ই নতুন কোন গাড়ির টায়ারে ছোট ছোট কাঁটা বা স্পাইক দেখেছেন। কিন্তু এগুলো কেন দেওয়া হয় এই প্রশ্নের উত্তর অনেকেই জানেনা। এগুলোকে স্পাইক, নিব, গেট মার্কস নামেও ডাকা হয়ে থাকে। চলুন এগুলোর কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক।

নতুন গাড়ির টায়ারে ছোট ছোট কাঁটা থাকার কারণ কি

কারখানায় যখন মোটরসাইকেল, প্রাইভেট কার ট্রাক ইত্যাদি গাড়ির চাকা তৈরি করা হয় তখন কাঁটাও স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়। অর্থাৎ আলাদাভাবে এটি লাগাতে হয় না।

টায়ার তৈরির সময় তরল রাবারকে একটি ছাচে ঢেলে নেওয়া হয়। রাবারের তরল যাতে পুরো জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে সেজন্য বায়ুর মাধ্যমে চাপ দেওয়া হয়।

অর্থাৎ একসঙ্গে চাপ এবং তাপ উভয়ই প্রদান করা হয়। যার কারণে কিছুটা বায়ুর বুদবুদের মত তৈরি হয়।

কিন্তু এই ধরনের একটি গুরুত্বপূর্ণ পার্টস তৈরি করার ক্ষেত্রে বুদবুদ খুব একটা ভালো ব্যাপার নয়। এতে করে নষ্ট হয়ে যেতে পারে গাড়ির চাকার গুণগত মান। তাইতো ছাচ হতে বুদবুদ বের করে দেওয়ার প্রয়োজন হয়।

যে পাত্রে এই তরল রাবার ঢালা হয় সেখানে কিছু ছোট ছোট ছিদ্র থাকে। যাতে করে বাতাসের চাপে অতিরিক্ত বায়ু অর্থাৎ বুদবুদ গুলো ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারে। কিন্তু এই ছিদ্র গুলিতে বাতাসের সাথে সাথে কিছু পরিমাণে রাবারও বের হওয়ার চেষ্টা করে। যেটি থেকেই তৈরি হয় এই টায়ারের ছোট ছোট কাঁটা। যেদিকে আমরা স্পাইক নামে চিনে থাকি।

এটির মাধ্যমেই বোঝা যায় যে টায়ারটি সম্পূর্ণ নতুন অর্থাৎ উৎপাদন করার পর এটা ব্যবহার করা হয়নি। কারণ কোন চাকা কিছুদিন ব্যবহার করলেই এই কাঁটা গুলি আস্তে আস্তে উঠে যেতে শুরু করে।

টায়ারের ছোট ছোট কাটা কি কোন ক্ষতি করে

আসলে বাস্তব জীবনে এর কোন কাজ নেই। এটা দ্বারা কোনো ক্ষতিও হয় না। আপনি যদি নতুন কোন গাড়ি কেনার পর এগুলো কেটে দেন তাহলে বিশেষ কোন উপকার হবে না কিংবা অপকারও হবে না।

অনেকে আবার মনে করে থাকেন এই কাঁটা গুলি গাড়ির মাইলেজ এবং পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। অল্প কিছুদিন ব্যবহার করলে এগুলোই নিজে থেকেই উঠে যায়।

তবে যে কোন গাড়ির জন্য এই পার্টস খুবই গুরুত্ব বহন করেন। মোটরসাইকেল কিংবা যে কোন গাড়ির সম্পূর্ণ ভর এটির উপর পড়ে। তাই তার পুরনো হলে সেটি অবশ্যই বদলে ফেলা জরুরি। অনেকেই এটাকে অবহেলা করে থাকেন। কিন্তু দুর্ঘটনা এড়াতে হলে আপনাকে অবশ্যই যথাসময়ে টায়ার পরিবর্তন করতে হবে। কারণ নিয়মিত গাড়ি চালালে এটি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়।

দেশের বাজারে খুব শীঘ্রই আসছে রেডমির নতুন ফোন। দাম ও ফিচার জানতে এখানে প্রবেশ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন গাড়ির টায়ারে ছোট ছোট কাঁটা থাকার কারণ কি

আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

আপনি নিশ্চয়ই নতুন কোন গাড়ির টায়ারে ছোট ছোট কাঁটা বা স্পাইক দেখেছেন। কিন্তু এগুলো কেন দেওয়া হয় এই প্রশ্নের উত্তর অনেকেই জানেনা। এগুলোকে স্পাইক, নিব, গেট মার্কস নামেও ডাকা হয়ে থাকে। চলুন এগুলোর কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক।

নতুন গাড়ির টায়ারে ছোট ছোট কাঁটা থাকার কারণ কি

কারখানায় যখন মোটরসাইকেল, প্রাইভেট কার ট্রাক ইত্যাদি গাড়ির চাকা তৈরি করা হয় তখন কাঁটাও স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়। অর্থাৎ আলাদাভাবে এটি লাগাতে হয় না।

টায়ার তৈরির সময় তরল রাবারকে একটি ছাচে ঢেলে নেওয়া হয়। রাবারের তরল যাতে পুরো জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে সেজন্য বায়ুর মাধ্যমে চাপ দেওয়া হয়।

অর্থাৎ একসঙ্গে চাপ এবং তাপ উভয়ই প্রদান করা হয়। যার কারণে কিছুটা বায়ুর বুদবুদের মত তৈরি হয়।

কিন্তু এই ধরনের একটি গুরুত্বপূর্ণ পার্টস তৈরি করার ক্ষেত্রে বুদবুদ খুব একটা ভালো ব্যাপার নয়। এতে করে নষ্ট হয়ে যেতে পারে গাড়ির চাকার গুণগত মান। তাইতো ছাচ হতে বুদবুদ বের করে দেওয়ার প্রয়োজন হয়।

যে পাত্রে এই তরল রাবার ঢালা হয় সেখানে কিছু ছোট ছোট ছিদ্র থাকে। যাতে করে বাতাসের চাপে অতিরিক্ত বায়ু অর্থাৎ বুদবুদ গুলো ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারে। কিন্তু এই ছিদ্র গুলিতে বাতাসের সাথে সাথে কিছু পরিমাণে রাবারও বের হওয়ার চেষ্টা করে। যেটি থেকেই তৈরি হয় এই টায়ারের ছোট ছোট কাঁটা। যেদিকে আমরা স্পাইক নামে চিনে থাকি।

এটির মাধ্যমেই বোঝা যায় যে টায়ারটি সম্পূর্ণ নতুন অর্থাৎ উৎপাদন করার পর এটা ব্যবহার করা হয়নি। কারণ কোন চাকা কিছুদিন ব্যবহার করলেই এই কাঁটা গুলি আস্তে আস্তে উঠে যেতে শুরু করে।

টায়ারের ছোট ছোট কাটা কি কোন ক্ষতি করে

আসলে বাস্তব জীবনে এর কোন কাজ নেই। এটা দ্বারা কোনো ক্ষতিও হয় না। আপনি যদি নতুন কোন গাড়ি কেনার পর এগুলো কেটে দেন তাহলে বিশেষ কোন উপকার হবে না কিংবা অপকারও হবে না।

অনেকে আবার মনে করে থাকেন এই কাঁটা গুলি গাড়ির মাইলেজ এবং পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। অল্প কিছুদিন ব্যবহার করলে এগুলোই নিজে থেকেই উঠে যায়।

তবে যে কোন গাড়ির জন্য এই পার্টস খুবই গুরুত্ব বহন করেন। মোটরসাইকেল কিংবা যে কোন গাড়ির সম্পূর্ণ ভর এটির উপর পড়ে। তাই তার পুরনো হলে সেটি অবশ্যই বদলে ফেলা জরুরি। অনেকেই এটাকে অবহেলা করে থাকেন। কিন্তু দুর্ঘটনা এড়াতে হলে আপনাকে অবশ্যই যথাসময়ে টায়ার পরিবর্তন করতে হবে। কারণ নিয়মিত গাড়ি চালালে এটি আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়।

দেশের বাজারে খুব শীঘ্রই আসছে রেডমির নতুন ফোন। দাম ও ফিচার জানতে এখানে প্রবেশ করুন।