ফোন নাম্বার দিয়ে কিভাবে অচেনা ব্যক্তির পরিচয় বের করবেন
- আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
বর্তমান যুগে মোবাইল ব্যবহার করেন না এমন মানুষ নেই। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব, কলিগ ইত্যাদি মানুষের সাথে যোগাযোগ করার জন্য আমরা এই ডিভাইসটি ব্যবহার করে থাকি। আবার যখন অচেনা কোন নম্বর থেকে বারবার বিরক্ত করা হয়ে থাকে তখন ফোন নম্বর দিয়ে পরিচয় বের করার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই এর সঠিক পদ্ধতি জানে না।
আপনি খুব সহজেই কিছু উপায় অবলম্বন করে কারো ফোন নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন। এটি কঠিন কিছুই নয়। শুধুমাত্র আপনার হাতে থাকতে হবে একটি স্মার্টফোন। চলুন এর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মোবাইল নম্বর দিয়ে পরিচয় বের করার পদ্ধতি
প্রথমেই আমি অ্যাপের মাধ্যমে এই কাজটি করার প্রক্রিয়া সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর হতে True Caller অ্যাপটি নামাতে করতে হবে।
একবার নামানো করা হয়ে গেলে সেটি মোবাইলে ইন্সটল করে নিন। তারপর আপনার জিমেইল আইডি ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।
তারপর আপনি যেই মোবাইল নম্বর দিয়ে পরিচয় করতে চান সেটিতে ফোন দিন। তাহলে আপনার স্ক্রিনে সে ব্যক্তির নাম, ঠিকানা, ছবি ইত্যাদি প্রদর্শিত হবে। তবে এই পদ্ধতি যে সব সময় কাজ করবে বিষয়টি এমন নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটির মাধ্যমে কারো পরিচয় বের করা সম্ভব হয়।
ফোন নম্বর দিয়ে পরিচয় বের করার অন্যান্য পদ্ধতি
এবার আসি একদম সহজ কিছু উপায়। আপনি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলি ব্যবহার করেন। আপনি যেই নম্বরের পরিচয় বের করতে চান সেটি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সেভ করুন। এতে করে সেই ব্যক্তির যদি এই দুটি প্লাটফর্মে একাউন্ট থেকে থাকে তাহলে তার নাম এবং ছবি আপনি দেখতে পারবেন।
অনেক সময় ফেসবুক কিংবা গুগলে নম্বরটি বসিয়ে সার্চ করলেও তো কিছু তথ্য পাওয়া যায। উপরের পদ্ধতি গুলো ছাড়াও আপনি অন্যান্য যোগাযোগের মাধ্যম গুলোতেও নাম্বারটি সেভ করতে পারেন।
কারণ আপনি যখন এই ধরনের অ্যাকাউন্ট গুলো ব্যবহার করেন তখন আপনার একটি ছবি এবং নাম দিতে হয়। যেগুলো বাকি সবাই দেখতে পারবে।
অন্যান্য সচেতনতা
তবে যদি অচেনা নম্বর থেকে কল দিয়ে আপনাকে হয়রানি করার চেষ্টা করা হয় তাহলে যত দ্রুত সম্ভব নিকটস্থ থানায় যোগাযোগ করুন। এই ধরনের পরিস্থিতিতে কখনোই অবহেলা করা উচিত নয়। সঠিক আইনি পদক্ষেপ গ্রহণ করল তারাই আপনাকে মোবাইল নম্বর দিয়ে পরিচয় বের করার কাজে সহযোগিতা করবে।
বয়সের ছাপ দূর করতে ঘরে বসেই তৈরি করুন সেরা স্ক্রাব। বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।