ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ২০২৫ সালের রমজান মাস
- আপডেট সময় : ১১:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারি মাসে। এরকমই সংবাদ প্রকাশিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম গুলোতে। মুসলমানদের সকল ধর্মীয় উৎসব পালন করা হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। একইভাবে আরবি/হিজরী বছরেও গণনা করা হয় চন্দ্র বর্ষ পঞ্জিকার হিসাব অনুযায়ী।
চন্দ্র বর্ষের এই গণনা অনুযায়ী কোন কোন মাস ৩০ দিনে হয় আবার কোনো মাস ২৯ দিনের সম্পন্ন হয়। যার ফলে বছরও পূর্ণ হয় ৩৫৩ থেকে ৩৫৫ দিনের মধ্যে। কিন্তু এর বিপরীতে আমরা দেখেছি ইংরেজি বছর গুলি সব সময় ৩৬৫ দিনে হয়ে থাকে। এই ব্যবধানের কারণে রমজান মাস ইংরেজি ক্যালেন্ডার ১০ থেকে ১২ দিন এগিয়ে আসছে প্রতি বছরই।
উদাহরণস্বরূপ বলা যায়, ২০২৩ সালে সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের ২৩ তারিখে। কিন্তু পরের বছর অর্থাৎ ২০২৪ সালে রমজান মাস শুরু হয় মার্চ মাসের ১১ তারিখে। এক্ষেত্রে ব্যবধান হচ্ছে বারো দিন। ঠিক তেমনিভাবে এবারও ১২ দিন এগিয়ে আসলে ২০২৫ সালের রমজান মাস শুরু হবে ফেব্রুয়ারি ২৮ তারিখে।
আমরা সন্ধ্যার পর ঈদের চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকাই। আবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার পর রাত থেকেই তারাবির নামাজ আদায় করে থাকি। তারপর সূর্যোদয়ের আগেই আমরা সেহেরী গ্রহণ সম্পন্ন করি। ইফতার করি সূর্যাস্তের পর। মুসলমানদের জীবনের বিভিন্ন উৎসবের সাথে চাঁদের রয়েছে নিবিড় সম্পর্ক।
ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ২০২৫ সালের রমজান মাস
২০২৫ সালের রমজান মাস ফেব্রুয়ারিতে শুরু হবে কিনা কিংবা কত তারিখে শুরু হবে সেটা জানা যাবে চাঁদ দেখার পরে। পৃথিবীর অনেক দেশ আছে যেগুলোতে খালি চোখে চাঁদ দেখা কে গুরুত্ব প্রদান করা হয়। আবার অনেক দেশ আছে যেখানে কিনা চাঁদ দেখার জন্য কমিটি থাকে। বাংলাদেশেও চাঁদ দেখা কমিটি প্রতিবছর এ সংক্রান্ত যাবতীয় তথ্য গুলি প্রদান করে থাকে। আবার বই আবহাওয়ার কারণেও খালি চোখে চাঁদ দেখা সম্ভব হয় না। তখন নির্ভর করতে হয় কমিটি এবং আবহাওয়া অধিদপ্তরের উপর।
রমজান মাসে মুসলমানদের মধ্য ভ্রাতৃত্ব বন্ধন আরো অনেক বেশি দৃঢ় হয়। এই সময়ে মানুষ অনেক বেশি বেশি দান সদকা করেন এবং নিজেকে সংযত রাখার চেষ্টা করেন। অনেকেই আছেন যারা কিনা সারা বছর সালাত আদায়ের না করলেও রমজান মাসে চেষ্টা করেন নিয়মিত মসজিদে গমন করার। কিন্তু বছরের প্রতিটি দিনই নামাজ আদায় করা ফরজ ইবাদত।
২০২৫ সালের রমজান মাস ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবী জুড়ে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমরা অপেক্ষা করছেন এই ফজিলত পূর্ণ মাসের জন্য।