পৃথিবীর সেরা ইউটিউব চ্যানেল গুলোর নাম জেনে নিন
- আপডেট সময় : ০৭:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
বর্তমান যুগে বিনোদনের অন্যতম প্লাটফর্ম ইউটিউবের সেরা চ্যানেল গুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আমরা অনেকেই হয়তো শখের বসে একটি চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করা শুরু করি। কিন্তু একটা সময় দর্শকরা সেগুলো পছন্দ করলে পুরোপুরি প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করে অনেকেই রীতিমতো তারকা বনে গিয়েছেন।
বর্তমান যুগে ডিজিটাল এই ভিডিও প্লাটফর্মটিতে বিনোদন, শিক্ষা, ভ্রমণ, টিউটোরিয়াল,নাটক, সিনেমা, খবর ইত্যাদি সম্পর্কিত ভিডিও পাওয়া যায়। এমন কোন ধরনের ভিডিও নেই যদি আপনি ইউটিউবে পাবেন না। ঠিক এমনিভাবে আজকে সেরা ইউটিউব চ্যানেলের নাম গুলি আপনাদের সামনে উপস্থাপন করছি।
সবচাইতে জনপ্রিয় মিস্টার বিষ্ট
সাবস্ক্রাইবার সংখ্যার দিক থেকে পৃথিবীর সবচাইতে জনপ্রিয় চ্যানেল হচ্ছে মিস্টার বিষ্ট। এটির প্রতিষ্ঠাতা নাম হচ্ছে জেমস স্টিফেন জিমি। বর্তমানে এটির সাবস্ক্রাইবার সংখ্যা ৩২ কোটি।
এই চ্যানেলটিতে মূলত নানা ধরনের চ্যালেঞ্জ, গেম, বিনোদনমূলক ইত্যাদি ভিডিও আপলোড করা হয়। এমনকি গেমিং চ্যানেল নামেও আলাদা একটি ব্র্যান্ড চ্যানেল রয়েছে এদের।
ভারতের টি সিরিজ
ভারতের বিখ্যাত সংগীত এবং সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান টি সিরিজ গ্রাহক সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন। বর্তমানে এর সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ২৭ কোটি ৬০ লাখ। বিভিন্ন ধরনের গান আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলটিতে।
শিশুদের জন্য কোকো মেলন
আপনার বাসায় যদি কোন শিশু থেকে থাকে তাহলে নিশ্চয়ই এই চ্যানেলটির নাম আপনি শুনেছেন। প্রায় ১৯ কোটি সাবস্ক্রাইবারের এই চ্যানেলটিতে পাবলিশ করা হয়ে থাকে বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট। মূলত বাচ্চাদের জন্য এই ভিডিও গুলি তৈরি করা হয়।
সনি এন্টারটেইনমেন্ট
ভারতের জনপ্রিয় এই চ্যানেলটিতে বিভিন্ন রকমের গান, সিনেমা, সিরিজ আপলোড করা হয়। ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষদের কাছেও এটি বেশ জনপ্রিয়। বর্তমানে এটিতে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১৭ কোটি ৮০ লক্ষ।
পৃথিবীর সেরা ইউটিউব চ্যানেল কিডস ডায়ানা শো
শিশুদের জন্য যারা ভিডিও তৈরি করে তাদের চ্যানেল গুলি ভালই জনপ্রিয়তা লাভ করেছে। যার আরেকটি উদাহরণ হচ্ছে কিডস ডায়ানা শো। ১২ কোটির অধিক সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটিতে।
মূলত বিভিন্ন ধরনের খেলার এবং শিশুতোষ ভিডিও আপলোড করা হয় এই ভিডিও প্ল্যাটফর্মটিতে।
ভ্লাদ অ্যান্ড নিকি
নাম শুনে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন এটি রাশিয়া ভিত্তিক চ্যানেল। বিশ্বাের সেরা ইউটিউব চ্যানেলের তালিকায় এটি স্থান রয়েছে ১০ নম্বরে। মূলত শিশুদের জন্য বিভিন্ন রকম খেলা, কমেডি ভিডিও ইত্যাদি আপলোড করা হয় এটিতে। বর্তমানে এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি।
লাইক নাসাটিয়া
রাশিয়া ভিত্তিক আরো একটি জনপ্রিয় চ্যানেল হচ্ছে লাইক নাসা টিয়া। ১২ কোর্টের অধিক সাবস্ক্রাইবার থাকা এই চ্যানেলটিতে আপলোড করা হয় শিশুদের জন্য ভিডিও।
পিউডি পাই
এক সময় বিশ্বের সেরা ইউটিউব চ্যানেল গুলোর মধ্যে এটি সবচাইতে উপরের তালিকায় ছিল। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে এর জনপ্রিয়তা দিন দিন কমতে শুরু করেছে। গ্রাহক সংখ্যা ১১ কোটির অধিক।
ভারতের জি মিউজিক কোম্পানি
তালিকার শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকটি সেরা চ্যানেল রয়েছে ভারতের। প্রায় ১১ কোটির অধিক সাবস্ক্রাইবার নিয়ে এই তালিকার নবম স্থানে রয়েছে বিখ্যাত জি মিউজিক কোম্পানি। বিভিন্ন সিনেমার গান, ট্রেইলার এবং বিভিন্ন মুভির দৃশ্য, টিভি শো ইত্যাদি আপলোড করা হয় এই চ্যানেলটিতে। অন্যান্য প্ল্যাটফর্ম গুলোর মধ্যে ভারতের পাশাপাশি বাংলাদেশেও তেমন ভাবে জনপ্রিয় এটি।
বিশ্বের সেরা ইউটিউব চ্যানেল WWE
টিভি চ্যানেলর মত ইউটিউবেও জনপ্রিয় বিখ্যাত WWE। আপনারা নিশ্চয়ই ছোটবেলায় টিভিতে এই ধরনের এন্টারটেইনমেন্ট বা প্রতিযোগিতা গুলো দেখেছেন। YouTube এর পাশাপাশি টিভিতেও দর্শক সংখ্যা সারা পৃথিবী জুড়ে রয়েছে অসংখ্য। এই অনুষ্ঠানটির ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে প্রায় সাড়ে ১০ কোটি।
আমাদের শেষ কথা
পৃথিবীর সেরা ইউটিউব চ্যানেল গুলোর তালিকায় বাংলাদেশ কোন প্ল্যাটফর্মের নাম নেই। তবে বর্তমানে দেশের অনেক ইউটিউবার রয়েছে যারা বিশ্বমানের ভিডিও তৈরি করছে। হয়তো অদূর ভবিষ্যতেই সেরা দশের তালিকায় দেশের কোন চ্যানেলের নাম দেখতে পারব।
মহাকর্ষ ও অভিকর্ষ বল কাকে বলে, এদের মধ্যেও পার্থক্য কি? বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।