বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাইফুল ইসলামের চির বিদায়
- আপডেট সময় : ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
সারা দেশজুড়ে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হয় সাইফুল ইসলাম ওরফে আরিফ (১৬)। চট্টগ্রামের আন্দোলনের গুরুত্ব আহত হওয়ার পর ১ মাস ২৬ দিন লড়াই করে অবশেষে হার মানলো। আজ ৩০ শে সেপ্টেম্বর সোমবার ঢাকার সিএমএইচে চির বিদায় নিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। তার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগন ভুয়া উপজেলা সুন্দরপুর ইউনিয়নে। তার বাবার নাম আলতাফ হোসেন।
সাইফুল ইসলাম তার বাবার বড় ছেলে। তার ছোট ৩ টি বোন রয়েছে। পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকের বন্যা বয়ে যাচ্ছে সবার মাঝে। সাংবাদিকদের কাছে সাইফুলের বাবা বলেন, আগস্ট মাসের ৪ তারিখে চট্টগ্রামের আন্দোলনে অংশ নেয় তার বড় ছেলে। এ সময় কিছু দুর্বৃত্তদের হামলায় মাথায় গুরুতর আঘাত পেলে তাকে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃ ত্যু হয়।
সাইফুল ইসলামের পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে কথা বলে জানা গিয়েছে, ছেলেটি ফেনীর দাঙ্গনভুয়া উপজেলার একটি মাদ্রাসায় দাখিল শ্রেণীতে লেখাপড়া করতাম। আন্দোলন ছড়িয়ে পড়লে সে প্রায় নিয়মিতই বিভিন্ন মিটিংয়ে এবং মিছিলে যেত। কিন্তু ৪ আগস্ট এর আন্দোলনে সে মাথায় অনেকটা আঘাত পায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাইফুল ইসলামের চির বিদায়
এদিকে ফেনী জেলার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল আজিজ সাংবাদিকদের কে জানান, যারে আগস্টে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে ৮ জন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় সে সময় একজন মারা ওজান। এব্যাপারে দাগনভুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা সাংবাদিকদের কে এ ব্যাপারে বলেছেন যে, নিহত সাইফুল ইসলামের পরিবারের সাথে তারা যোগাযোগ করার আছে। ঢাকা থেকে মরদেত আনা হলে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
জুলাই মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সারাদেশে অনেক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আহত এবং নিহত হয়েছেন। আহত এবং নিহতের পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে ইতিমধ্য একটি ফান্ড ও গঠন করা হয়েছে। যেটির নাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টার তহবিল থেকে ইতিমধ্য ১০০ কোটি টাকার অনুদান ইতিমধ্যে প্রদান করা হয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর ১০০ কোটি টাকার অনুদানের সময় উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধ এর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সর্বশেষ নিহতদের তালিকায় আরও যুক্ত হলো ফেনীর সাইফুল ইসলাম।
মাদ্রাসা শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিও চেক ছাড়, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।