লেবুর রোগ প্রতিরোধে কি কি উপায় অবলম্বন করবেন
- আপডেট সময় : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বাজারে বিভিন্ন জাতের লেবু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এমনকি এটি চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন এবং উপার্জন করেছেন লক্ষ লক্ষ টাকা। অনেক সময় লেবুর রোগ প্রতিরোধে কি উপায় অবলম্বন করব তা নিয়ে বেশ বিপাকে পড়ে যাই। বিভিন্ন ধরনের রোগের কারণে অপরিপক্ব অবস্থায় এই ফলটি ঝরে পড়ে যেতে পারে।
তাই যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধ করলে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। আপনারা যারা কৃষি কাজের সাথে জড়িত আছেন কিংবা লেবু চাষ করেন তাদের জন্য আমার এই আজকের লেখাটি।
লেবুর রোগ দূর করার উপায়
১। চাষের জমিতে সুষম হারে সার প্রয়োগ করতে হবে। আবার যদি সারের পরিমাণ অতিরিক্ত কম কিংবা বেশি হয় তাহলে ক্ষতি হতে পারে।
২। অণুখাদ্যের অভাব দেখা দিলে সেটির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩। বাজার থেকে এগ্রোমিন, ট্রেসেল-২, কিংবা প্ল্যান্টফিডের যে কোন একটি পরিমাণ মতো আপনি ক্ষেতে ব্যবহার করতে পারেন।
৪। অনেক সময় হরমোনের সমস্যার কারণে অল্প বয়সে লেবু ঝরে যায়। এর জন্য গাছে গাছে হরমোন স্প্রে করুন। এ ব্যাপারে কৃষিবিদদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তবে বেশিরভাগ লেবু আছে এই ২.৪-ডি নামক হরমোন ব্যবহার করা হয়।
৫। লেবু গাছের রোগ দূর করার জন্য আগস্ট এবং অক্টোবর মাসে স্প্রে করা প্রয়োজন। এ সময় ১০-১২ পিপিএম শক্তি যুক্ত প্লেনোফিকস হরমোন স্প্রে করতে হবে।
৬। বৃষ্টি বা অন্যান্য কারণে গাছের গোড়ায় জলাবদ্বতা সৃষ্টি হলে সমস্যা দেখা যেতে পারে। তাই এ বিষয় গুলো লক্ষ্য লেখে পরিচর্যা করুন।
৭। যদি লেবু গাছের গোড়া থেকে আঠা নিঃসরণ হয় তাহলে সেটিকে ডায়মোসিস রোগ বলে। এই রোগ প্রতিরোধের জন্য বর্ডো মলম লাগাতে হয়।
৮। লেবু গাছে ক্যাঙ্কার জাতীয় রোগ হলে কচি ডালপালা পাতা ছেঁটে ফেলতে হবে। তারপর সেগুলো দূরে কোথাও নিয়ে পুড়িয়ে ফেলুন।
৯। বেশিরভাগ লেবু গাছেই বিভিন্ন ধরনের পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। এ সমস্যার সমাধানে আক্রান্ত ডালপালা গুলো ছেঁটে ফেলুন। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এগুলোর উপদ্রব বেশি থাকে।
লেবু গাছের রোগ দূর করার উপায় গুলি কি কি
• বিভিন্ন ধরনের মাছি এবং ফল খাওয়া পোকা গুলো নিয়ন্ত্রণের জন্য পাঁচ লিটার পানিতে কিছু পরিমাণে গুড় এবং কমলা লেবুর রস মিশিয়ে দিন। এতে করে মাছি এই রস খেয়ে মরে যাবে এবং গাছও রক্ষা পাবে।
• যদি কিছু পরিমাণ ফল ইতিমধ্য পোকার দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে সেগুলো মাটিতে পুতে রাখুন।
আমাদের শেষ কথা
লেবু গাছের রোগ দূর করার জন্য সময়মতো ব্যবস্থা গ্রহণ করলে ঝরে পড়ার মতো সমস্যা অনেকটাই বন্ধ করা যায়। আমাদের দেশে সহ সারা পৃথিবীতেই সারা বছর লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। তাই এর চাষাবাদ এবং যত্ন নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
হাফেজ মুয়াজকে ছাদ খোলা বাসে শুভেচ্ছা দিয়ে মাদ্রাসায় নেওয়া হল। পুরো খবর জানতে এখানে প্রবেশ করুন।