জনপ্রিয় ক্রিকেটার রোনালদো কত টাকার মালিক
- আপডেট সময় : ০২:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
সারা বিশ্বের জনপ্রিয় এবং ধনী ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন রোনালদো। তাইতো অনেকেই রোনালদো কত টাকার মালিক সেই সম্পর্কে জানতে আগ্রহী। তবে ধনী খেলোয়াড়দের তালিকায় রোনালদোর নাম তিন নম্বরে। প্রথম অবস্থান ধরে রেখেছেন মাইকেল জর্ডান এবং দ্বিতীয় নম্বরে রয়েছেন টাইগার উডস। তবে সবার প্রিয় খেলোয়াড় মেসির অবস্থান বেশ নিচের দিকে। তালিকায় মেসির অবস্থান ৬ নম্বরে। সেরা ১০ ের মধ্যে আছেন ডেভিড বেকহামও।
রোনালদো কত টাকার মালিক
সারা পৃথিবী জুড়ে জনপ্রিয় সকল সেলিব্রেটিদের চাইতেও অনেক ক্ষেত্রে ফুটবলাররা বেশি টাকা ইনকাম করে থাকেন। আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় মানেই কাড়ি কাড়ি টাকা, বিলাসবহুল বাড়ি, ব্যক্তিগত দ্বীপ ইত্যাদি। এদের জাঁকজমকপূর্ণ জীবন দেখে মাঝে মাঝে মনে হয় খেলোয়াড় না হয়ে জীবনে অনেক বড় ভুল করেছি।
সাম্প্রতিক জরিপ মতে বিশ্বের শীর্ষ এই ধনী খেলোয়াড়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৯২ বিলিয়ন ডলার। অনুমান করতে পারছেন না? টাকার হিসেবে এটি প্রায় ২১ হাজার কোটি টাকা।
এত এত টাকা সত্বেও কিন্তু রোনালদো বিশ্বের সবচাইতে ধনী খেলোয়াড় নয়। অবাক হচ্ছেন?
তাহলে চলুন রোনালদোর সাথে অন্যান্য ধনী খেলোয়াড়দের টাকার পরিমাণের কিছুটা তুলনা করি। আপনি নিশ্চয়ই কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের নাম শুনেছেন? তার সব মিলিয়ে মোটা অর্থের পরিমাণ ২.৭ বিলিয়ন ডলার। টাকার হিসাব এইচডি প্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি। তবে তার টাকায় যদি মুদ্রাস্ফীতির পরিমাণ যোগ করা হয় তাহলে সে পরিমাণ দাড়াবে প্রায় ৪১ হাজার কোটি টাকা।
এবার বুঝতে পারছেন? রোনালদো কত টাকার মালিক কিংবা কততম ধনী খেলোয়াড়। রোনালদোর থেকে মাইকেল জর্ডানের অর্থ সম্পদের পরিমাণ প্রায় দ্বিগুন।
মাইকেল জর্ডান কত টাকার মালিক
মাইকেল জর্ডান কত টাকার মালিক সেটা তো জানলেন। আপনার কি মনে হয় শুধুমাত্র বাস্কেটবল খেলেই জর্ডান এত টাকার মালিক হয়েছেন। উত্তর না। বিশ্ব বিখ্যাত জুতোর কোম্পানি নাইকিন এয়ার জর্ডান স্নিকার্স বিক্রি করেই তিনি এত টাকা ইনকাম করেছেন। অবশ্য নাইকির এই জুতাটি বাজারে এত বিক্রি হয়েছে শুধুমাত্র মাইকেল জর্ডানের কারণেই।
তারপরে চলুন জেনে নেই টাইগার উডস কত টাকার মালিক। রোনালদোর মেসির চাইতে টাইগার উডসের টাকার পরিমাণ অনেক বেশি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তিনি কোন ফুটবল কিংবা ক্রিকেট খেলোয়াড় নয়। টাইগার উডস একজন গলফ খেলোয়াড়। যার মোট সম্পদের পরিমাণ ২.৬৬ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের টাকার হিসেবে যেটি প্রায় ২৯ হাজার কোটি টাকা।
এখন নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন যে বিশ্বের সবচাইতে ধনী খেলোয়াড়দের তালিকায় কোনো ক্রিকেট কিংবা ফুটবল খেলোয়াড় নেই। এমনকি এউ সেরা ১২ জনের তালিকার বেশিরভাগই গলফ, বাস্কেটবল কিংবা অন্য ফিল্ডের খেলোয়াড়।
খেলোয়াড়রা কিভাবে এত টাকা ইনকাম করে?
আপনার মনে এবার নিশ্চয়ই প্রশ্ন জেগেছে শুধুমাত্র খেলায় অংশগ্রহণ করে কি এত টাকা ইনকাম করে? এর উত্তর হচ্ছে না। বিভিন্ন ক্লাবে এবং ম্যাচ খেলা ছাড়াও এদের ইনকামের আরো কিছু পথ রয়েছে।
যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি কিংবা নেইমারের মত জনপ্রিয় খেলোয়াড়রা দামি দামি গাড়ি, কোমল পানীয়, ঘড়ি, মোবাইল ইত্যাদি পণ্যের বিজ্ঞাপন করে সেখান থেকে আয় করেন লক্ষ লক্ষ ডলার।
কিছু কিছু খেলোয়াড় তো রীতিমতো এখন সিনেমায় অংশগ্রহণ করা শুরু করে দিয়েছেন। তাছাড়া বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ, নিজেদের ছবির কপিরাইট বিক্রি, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেও আয় করেন বিপুল পরিমাণ অর্থ।
মেসি কত টাকার মালিক / রোনালদো কত টাকার মালিক
সংবাদ সংস্থা আল আসর এর প্রতিবেদন মতে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতি সেকেন্ডে ইনকাম করেন ৬.৫৪ ইউরো। প্রতি মিনিট হিসাব করলে সেটি প্রায় ৪০০ ডলারের বেশি। এমনকি এর সংবাদ সংস্থাটি প্রতি মাসে রোনালদোকে বেতন হিসবেই প্রদান করে ৭ কোটি মার্কিন ডলার। তাহলে বুঝতেই পারছেন। কিভাবে বিশ্ব সেরা এই তারকা খেলোয়াড়রা এত টাকা ইনকাম করে।
পৃথিবীর জনপ্রিয় সকল খেলোয়াড়দের লাইফ স্টাইল সম্পর্কে আমাদের সবারই ধারণা রয়েছে। যেকোনো সময় এরা ছোট খাটো দ্বীপ কিংবা আয়ারল্যান্ড কিনে নিতে পারে। আশা করি রোনালদো কত টাকার মালিক সে সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে। সবচাইতে ধনী খেলোয়াড় না হলেও তৃতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সিঙ্গার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।