আপনি কি জানেন মোবাইল ফোনকে বাংলায় কি বলে
- আপডেট সময় : ০৪:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
বর্তমান যুগে মোবাইল ফোন ব্যবহার করেন না কিংবা এর সাথে সম্পৃক্ত নেই এমন কোন মানুষ নেই। যোগাযোগ এবং বিনোদনের অন্যতম একটি উৎসব স্মার্টফোন এখন সবারই হাতে শোভা পায়। তবে আপনি কি জানেন মোবাইল ফোনের বাংলা কি? কারণ মোবাইল কিংবা স্মার্ট ফোন শব্দ দুটি ইংরেজি ভাষার শব্দ। আমি জানি বেশিরভাগ মানুষেরই এই প্রশ্নের উত্তর জানা নেই।
অবশ্য যে সকল শব্দ আমরা সবসময় ইংরেজিতে বলে অভ্যস্ত সেগুলোর বাংলা অর্থ আস্তে আস্তে আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে। একটা সময় ইংরেজি টাকেই মনে হয় বাংলা ভাষার অংশ এবং আসল বাংলা শব্দটাকে আমাদের কাছে বিদেশী ভাষা মনে হয়। ঠিক এরকমটা হয়েছে আর চেয়ার, টেবিল ইত্যাদি শব্দের ক্ষেত্রেও।
মোবাইলের বাংলা কি
মোবাইল শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ভ্রাম্যমান কিংবা চলমান থাকা । আমরা অনেক সময় চলমান কোনো কিছুর ক্ষেত্রে ভ্যান কিংবা গাড়ি শব্দটি ব্যবহার করি। আবার ভ্রাম্যমান আদালত, মোবাইল কোর্ট ইত্যাদিও ব্যবহার করি। এর সাথে যুক্ত করা শব্দটির কারণে বোঝা যায় নির্দিষ্ট কোন স্থানে না থেকে এটি বিভিন্ন জায়গায় চলমান অবস্থায় থাকে।
এখন আসি মূল প্রসঙ্গে। মোবাইল ফোনের বাংলা হচ্ছে মুঠোফোন। আপনার যারা আগেকার দিনের পত্র-পত্রিকা কিংবা ম্যাগাজিন পড়তেন তারা অবশ্যই মুঠোফোন শব্দটির সাথে কিছুটা অবশ্যই পরিচিত আছেন। কারণ এই ধরনের গণমাধ্যমে মোবাইলের বাংলা মুঠোফোনে সবচাইতে বেমি ব্যবহার করা হতো।
বর্তমানে বাংলা অর্থটি ব্যবহার করা না হলেও বাংলাদেশের জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ কবিতায় মুঠোফোন শব্দটি একসময় ব্যবহার করেছিলেন। অনেকেই আবার মোবাইলের বাংলা অর্থ হিসেবে চালভাষ শব্দটি ব্যবহার করে থাকেন। এই শব্দটির সাথে আমিও পরিচিত নেই, গবেষণা করতে গিয়েই পেয়ে গেলাম।
মোবাইল ফোনকে বাংলায় কি বলে
আমরা ছোটবেলায় বইতে পড়েছি বাংলা একটি মিশ্র ভাষা। আর আমাদের ভাষায় আরবি, ফার্সি, হিন্দি, সংস্কৃত, ইংরেজি ইত্যাদি শব্দ থাকার আরো কিছু কারণ রয়েছে। বাংলাদেশ একটি সময় বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
পৃথিবীর বিভিন্ন জায়গা হতে মানুষ আসতো এই এলাকা গুলোতে বাণিজ্য করার জন্য। আর তাদের ব্যবহার করা শব্দ অনেক সময় আমাদের মানুষের মনের মধ্যেও গেঁথে যেতো। যেরকমটি হয়েছে চা, কোর্ট, আদালত, নামাজ ইত্যাদি শব্দের ক্ষেত্রে। কারণ এগুলো সম্পূর্ণভাবে বিদেশি শব্দ। আবার অনেক সময় বিভিন্ন দেশের লোক এখানে এসে বসবাস করে স্থায়ীভাবে চলাফের্ শুরু করলেও তাদের অনেক শব্দ গুলো আমাদের ভাষার সাথে মিশে যেতে শুরু করে।
যার কারণে আমাদের ছোটবেলায় বাংলা ভাষার মধ্যেও বিদেশী ভাষার শব্দ গুলো সম্পর্কে আলাদাভাবে শিখতে হয়। যদিও এটি পড়া হয় শুধুমাত্র জানার প্রয়োজনে। ঠিক মোবাইল ফোনের ক্ষেত্রেও একই রকম। আর আশা করি মোবাইল ফোনের বাংলা মুঠোফোন শব্দটি আপনাদের পরবর্তী সময় মনে থাকবে।
অবশেষে বাংলাদেশের বাজারে আসছে রয়্যাল এনফিল্ড, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।