ভালো মশা মারার ব্যাটের দাম কত ২০২৪
- আপডেট সময় : ০৬:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
কিছুদিন ধরেই প্রকৃতিতে শীতের আমেজ দেখা দিচ্ছে। সেই সাথে বাড়ছে মশার প্রকোপ। তাইতো মশা মারার ব্যাটের দাম কত সে সম্পর্কে মানুষের জানার আগ্রহ তৈরি হচ্ছে। কারণ অনেকেই বাসা বাড়িতে কয়েল ব্যবহার করতে পছন্দ করেন না। তাদের জন্য বিকল্প কি উপায় রয়েছে চলুন সে সম্পর্কে জেনে নেই।
বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মশা মারার ব্যাট পাওয়া যায়। ফিচার এবং কোম্পানি ভেদে দামেও কিছুটা তারতম্য রয়েছে। কিন্তু ব্যবহারের ধরন এবং কার্যকারিতা মোটামুটি একই ধরনের। চলুন এবার দাম সম্পর্কে জেনে নেই।
ওয়ালটন মশা মারার ব্যাটের দাম কত
বাংলাদেশের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ সহ বিভিন্ন গৃহস্থলীর সামগ্রী উৎপাদন এবং বিপণন করে থাকে। তাইতো অনেকেই ওয়ালটনের বিভিন্ন প্রোডাক্ট গুলোর দাম সম্পর্কে জানতে চান।
মশা মারার জন্য আপনি যদি এই কোম্পানির ব্যাট কিনতে চান তাহলে খরচ হবে ৮৬০ টাকা। এতে এমন একটি বিশেষ ফিচার রয়েছে যেটা আপনি টানা ৩০ মিনিট চালু রেখে ঘরের সকল মশা দূর করতে পারেন। মোবাইলের ইউএসবি ক্যাবলের মাধ্যমে এটিকে চার্জ করা যায়।
সুপার মুন কোম্পানির মশা মারার ব্যাট
আপনি নিশ্চয়ই বাসা বাড়িতে সুপার মুন ব্র্যান্ডের বাল্ব ব্যবহার করেছেন। এই প্রতিষ্ঠানটি মশা মারার জন্য ব্যাট উৎপাদন করে থাকে। মোটামুটি ৫০০ থেকে ৭০০ টাকা দামের মধ্যে সুপার মুন ব্যাট কিনলে বেশ কয়েক বছর আনায়াসে ব্যবহার করতে পারবেন।
Vision মশা মারার ব্যাটের দাম
এই কোম্পানিও জনসাধারণের জন্য মশা দূর করার একটি ব্যাট বাজারে বিক্রি করে থাকে যেটির দাম ৫১০ টাকা। দেখতে খুবই সুন্দর এই ব্যাটটি আপনার পাশের যে কোন ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন।
এতে ব্যবহার করা হয়েছে 400mAh এর ব্যাটারি।
ভালো মশা মারার ব্যাট কিনবেন কিভাব
উপরিক্ত কোম্পানি ছাড়াও বাজারে আপনি অন্যান্য ব্র্যান্ডের এই পণ্যটি কিনতে পারবেন। তবে কেনার আগে অবশ্যই এর কোয়ালিটি চার্জিং সিস্টেম এবং ব্যাটারি সম্পর্কে জেনে নিবেন।
অন্যান্য সচেতনতা
বাংলাদেশে মশাবাহিত রোগ এবং ডেঙ্গু জ্বরের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করুন। সন্ধ্যাবেলা বাসা বাড়ির সকল দরজা জানালা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিন। কারণ এই সময় মশা বাসা বাড়ির ভেতরের সবচাইতে বেশি প্রবেশ করে থাকে।
এছাড়া বাসার আশেপাশে যাতে বসে মশা ডিম না পারে সেজন্য জলাবদ্ধতা তৈরি হয় এমন জায়গা গুলো নিয়মিত পরিষ্কার করুন। রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা সবচাইতে উত্তম। আর বাসায় সব সময় একটি ভালো মশা মারার ব্যাট কিনে রাখুন। তবে এটি অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন।
ফোন নাম্বার দিয়ে কিভাবে অচেনা ব্যক্তির পরিচয় বের করবেন? জানতে এখানে প্রবেশ করুন।