২৩৮টি পদে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- আপডেট সময় : ১২:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
সম্প্রতি বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত এই মন্ত্রণালয়টির অধীনে রাজস্ব খাত ভুক্ত ব্যবস্থাপনা বিভাগে বেশ কিছু সংখ্যক লোকবল নিয়োগ প্রদান করা হবে। এটি প্রকাশিত হয়েছে গত ৩০ শে সেপ্টেম্বর এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদে আগামী ৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
যে পদে লোকে বল নিয়োগ করা হবে: সার্ভেয়ার
ডিপার্টমেন্ট: মাঠ প্রশাসন -১ অধিশাখা
মোট পদ সংখ্যা: ২৩৮টি
বেতন ভাতা: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ১০২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত বেতন ভাতা উত্তোলন করতে পারবেন। গ্রেট-১৪ অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অধীনে সার্ভেয়ার পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্বীকৃত শিক্ষা বোর্ডের অধীনে কমপক্ষে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাস করতে হবে। ডিপ্লোমার বিষয়ে অবশ্যই (সার্ভেয়িং) হতে হবে।
আবেদনের নূন্যতম বয়সসীমা
সাধারণ চাকুরী প্রত্যাশীদের ক্ষেত্রে ২০২৪ সালের ১ মে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত হতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী আবেদনপত্র সাবমিট করতে কাগজপত্র প্রয়োজন হবে
• অনলাইনে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে করা আবেদন ফরমের প্রিন্ট কপি।
• সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অবশ্যই সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।
• সকল শিক্ষাগত সনদের ফটোকপি। তবে মৌখিক পরীক্ষায় অবশ্যই মূল কপি সাথে নিয়ে যেতে হবে।
• যে সকল প্রার্থী ইতিমধ্য বাংলাদেশের কোন সরকারি, স্বায়ত্বশাসিত কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।
• ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন সনদ।
• চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
• যারা বিভিন্ন কোটার মাধ্যমে আবেদন করবেন তাদেরকে অবশ্যই কোটার সনদ উপস্থাপন করতে হবে।
অনলাইনে আবেদনের শেষ সময়
আগামী ৮ নভেম্বর বিকেল ৫ টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা সার্ভেয়ার পদের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদন সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী
• যদি কোন বাংলাদেশের নাগরিক ফৌজদারি আইনে সাজা প্রাপ্ত কিংবা দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তারা আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
• আবেদনপত্রের তথ্যের সাথে কাগজপত্র তথ্যের কোন অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে তার অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হতে পারে।
• অনলাইন অথবা ইন্টারনেটের মাধ্যমে আবেদনপত্র সম্পন্ন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে ২০০ টাকা মূল ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা সর্বমোট ২২৩ টাকা প্রয়োজন হবে। টেলিটক সিমের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। নির্ধারিত সময়ের ভিতরে ফি পরিশোধ না করলে আবেদনটি গৃহীত হবে না।
• অনলাইনে আবেদনপত্রের সাথে অবশ্যই ৩০০/৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০/৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। উভয়ের সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং ৬০ কিলোবাইট পর্যন্ত হতে পারবে।
• যেকোনো ধরনের ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ কিংবা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে।
• আবেদনকারী বিভিন্ন তথ্য ও সার্টিফিকেটের যেরকম নামের বানান রয়েছে ঠিক সেরকম ভাবেই অনলাইনে প্রদান করতে হবে।
আমাদের শেষ কথা
সার্ভেয়ার পদে কাজ মূলত বিভিন্ন ভূমি জরিপ পরিমাপ ইত্যাদি সম্পন্ন করা। এই পদের লোকজনদেরকে অফিসে এবং ক্ষেত্র বিশেষ ফিল্ডেও কাজ করতে হতে পারে। আপনি যদি এই ভূমি সম্পর্কিত বিষয় গুলো সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং চার বছর মেয়াদী সার্ভেয়িং ডিপ্লোমা থাকে তাহলর এই পদের জন্য আবেদন করতে পারেন।
আশা করি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে তার সকল তথ্য গুলো আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি। আগামী ৮ অক্টোবর থেকে আবেদন করার যাবে। তাই সে সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করে ফেলুন।
শখের বাজরিগার পাখির দাম কত ২০২৪, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।