জেনে নিন ভীমরুলে কামড়ালে কি করা উচিত
- আপডেট সময় : ০৯:০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভিমরুলে কামড়ালে কি করা উচিত। সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের ধোবাউড়ায় বাবা, বোন এবং সাড়ে তিন বছরের শিশুর মৃ-ত্যু হয়েছে ভিমরুলের আক্রমনে। গত ১০ই অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এব্যাপারে উক্ত এলাকার পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশিদ সাংবাদিকদের কে জানান, চিকিৎসাধীন অবস্থায় বাবা এবং বোন এরপর মাত্র তিন বছর বয়সের শিশু সিফাত উল্লাহ মারা যান।
নিহতদের বাড়ি ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নে। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, আবুল কাশেম সকাল ১০ টার দিকে তার দুই সন্তানকে নিয়ে রান্না করার লাকড়ি সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। নৌকা নিয়ে যাওয়ার সময় পাশের একটি বাঁশঝাড়ে সেটি আটকে যায় এবং ভিমরুলের বাসার সাথে ধাক্কা লেগে সেটি ভেঙে যায়। সেখান থেকে ভিমরুল বেরিয়ে এসে তাদের উপরে আক্রমণ শুরু করে। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিন জনই চির বিদায় নিয়ে চলে যান।
আকারে খুবই ছোট হলে এটির কামড় খুবই ভয়ানক প্রকৃতির। তাইতো এই ছোট প্রাণী কিংবা মৌমাছি কামড়ালে কি করা উচিত সে ব্যাপারে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। যারা এর শিকার হয়েছেন তাই একমাত্র জানেন কষ্ট কতটা তীব্র হয়। এমনকি মাঝে মাঝে মৃ-ত্যু-র ঘটনাও ঘটে।
ভিমরুলে কামড়ালে কি করা উচিত
১। ছোট এই পতঙ্গটির আক্রমণ শিকারে হলে সবার আগে শরীর থেকে হুল তুলে ফেলুন। আবার অনেক সময় এটি ত্বকের সাথে আটকে ধরে রাখে। তাই আচমকা টেনে না তুলে আস্তে আস্তে হাত বুলিয়ে সরিয়ে দিন।
২। অনেক সময় হঠাৎ করে মৌমাছি কিংবা ভিমরুলের আক্রমণে ব্যথা পেয়ে খামচিয়ে এটি উঠানোর চেষ্টা করি। এতে করে শরীরে আরো বেশি করে বিষ প্রবেশ করার সুযোগ পায়। যদিও এ সময় মাথা ঠান্ডা রাখার খুবই কঠিন ব্যাপার তারপরেও চেষ্টা করুন ঠেলে ঠেলে সরানোর।
৩। যদি বেশ কিছু কামড় খেয়েই যান এবং সে স্থানটিতে প্রচন্ড জ্বালা করে তাহলে সবার আগে কিছু পরিমাণে বরফ লাগিয়ে নিন।
৪। বরফ লাগানোর পর কিংবা ঠান্ডা সেঁক দেওয়ার পর এন্টিবায়োটিক ক্রিম ব্যবহার করুন।
৫। খাওয়ার ওষুধ হিসেবে খেতে পারেন হিস্টামিন এবং ব্যথার জন্য প্যারাসিটামল। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ব্যবস্থা গ্রহণ করে সবচাইতে বেশি উত্তম।
৮। অনেকের আবার এই ধরনের পোকামাকড়ের কামড়ে এলার্জি থাকে। যার কারনে শুরু হতে পারে মাথা ব্যথা বমি কিংবা শ্বাসকষ্ট। এমনকি আক্রমণের স্থানে লাল হয়ে অনেক জায়গা জুড়ে ফুলে যেতে পারে। আশা করি ভিমরুলে কামড়ালে কি করা উচিৎ সে সম্পর্কে আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন। সেই সাথে শুরু হতে পারে প্রচন্ড রকমের পেট ব্যথা। এমন ধরনের কিছু ঘটলে অবশ্যই দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হবেন।
মৌমাছি কামড়ালে কি করা উচিত তার ঘরোয়া উপায় জেনে নিন
• সবার আগে কয়েকফোঁটা ল্যাভেন্ডার তেল লাগিয়ে নিন কারণ এতে করে জ্বালা যন্ত্রণা কমবে। এর সাথে ব্যবহার করতে পারেন কিছুটা তুলসী পাতার রস এবং সেটি না থাকলেও ইউক্যালিপটাস তেল লাগাতে পারেন। কামরানোর স্থানে দ্রুত জ্বালাপোড়া কমানোর জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
• ঘরোয়া আরেকটি উপায় হচ্ছে বেকিং সোডা এবং অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে সামান্য পরিমাণে পেস্ট তৈরি করুন। তারপর এটিকে কামড়ানোর স্থানে কিছু পরিমাণে লাগিয়ে দেন। যদি বাসায় বেকিং সোডা না থাকে তাহলে শুধুমাত্র ভিনেগার ব্যবহার করতে পারেন। কারণ এই উপাদানটি যে কোন বিষের এসিড নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে।
ভিমরুলে কামড়ালে কি মানুষ মারা যায়
সাধারণ হলুদ রঙের মৌমাছি কামড়ালে তেমন গুরুতর কিছু ঘটনা। এক্ষেত্রে জ্বালাপোড়া করে এবং আক্রান্ত স্থান ফুলে যায়। তবে কাল রংয়ের মধ্যে হলুদ ডোরাকাটা ভিমরুলের আক্রমণ করলে বিষয়টা অনেক বেশি ভয়ানক হয়ে ওঠে। কারণ এদের হলে বেশি পরিমাণে বিষ থাকে। যার জন্য মানুষ মারা পর্যন্ত যেতে পারে।
তবে আপনার যদি এলার্জির সমস্যা থাকে তাহলে যেকোনো ধরনের মৌমাছি কামড়ে আপনার জন্য মারাত্মক হতে পারে। তাই ঝোপ ঝাড় কিংবা অপরিচিত রাস্তায় চলার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করুন।
আমাদের শেষ কথা
আমাদের আশেপাশে এই ধরনের কীটপতঙ্গ অনেক রয়েছে। বাংলাদেশের প্রকৃতিতে অনেক ধরনের ভিমরুল এবং মৌমাছি রয়েছে। যদি আপনার বাড়ির আশেপাশে এমন কোন স্থানে বাসা বাড়ি থাকে যেখানে শিশুরা কিংবা বাড়ির লোকজনরা চলাফেরা করে থাকে তাহলে সেটি ভেঙে দিন। আপনি যদি নিজে এটিকে ভাঙতে না পারেন তাহলে লোক পাওয়া যায় যারা এই ধরনের কাজ গুলো করে থাকে। সেই সাথে ভিমরুল কামড়ালে কি করা উচিত এই বিষয় গুলো সম্পর্কে পরিবারের সবাইকে সচেতন করুন। যাতে করে জরুরী পরিস্থিতিতে সবাই সঠিক পদক্ষেপটি নিতে পারে।
বাজারে এলো হিরোর নতুন মোটরসাইকেল এক্সট্রিম ১৬০ আর, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।