এক দফা দাবিতে সারা বাংলাদেশে নার্সদের কর্ম বিরতি
- আপডেট সময় : ০৭:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
দেশের সকল সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলোতে এক দফা দাবিতে নার্সরা ৩ ঘন্টার কর্মবিরতি পালন করছেন। নার্স কাউন্সিল থেকে সকল ক্যাডারদের প্রত্যাহার করে উক্ত পদ গুলিতে অভিজ্ঞ নার্সদের স্থলাভিষিক্ত করার দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছে।
১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকেই রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি হাসপাতাল গুলোর নার্সরাও এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেন। তাদের দাবি অনুযায়ী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে ক্যাডারদের কে অপসারণ করতে হবে। সে সকল পদে অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে। কিন্তু বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ এবং সিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলোর নার্সরা এই কর্মবিরতির বাইরে রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এক দফা দাবিতে নার্সরা আস্তে আস্তে জড়ো হতে থাকেন। এমনকি তাদের দাবি উপস্থাপন করে ব্যানার নিয়েও স্লোগান দিতে থাকেন তারা।
এ ব্যাপারে আন্দোলনরত নার্সরা জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন পদ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী বিভিন্ন নার্সিং অধিদপ্তরের পরিচালক মহাপরিচালক ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে বসে আছেন আমলারা। যারা নার্স সংশ্লিষ্ট পেশার নয়।
এক দফা দাবিতে সারা বাংলাদেশে নার্সদের কর্ম বিরতি
তাই ১ দফা দাবিতে তাদেরকে অপসারণ করে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সেই সকল পদে অভিজ্ঞ নার্সদের নিয়োগ প্রদান করতে হবে। গত ৯ সেপ্টেম্বর থেকেই তারা এই দাবি জানিয়ে আসছিল কিন্তু এখন পর্যন্ত এটি মেনে নেওয়া হয়নি। যার পড়ে প্রেক্ষিতেই ১ অক্টোবর ২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন।
৯ সেপ্টেম্বর থেকে এ দাবির পরিপ্রেক্ষিতে ইতি মধ্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু তাতে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। এমনকি গত ২৪ শে সেপ্টেম্বর বাংলাদেশ সংস্কার পরিষদের জাতীয় প্রেসক্লাবের আয়োজিত একটি সংবাদ সম্মেলনেও সরকারকে ৩ কর্ম দিবসের জন্য সময় দেয়া হয়েছিল এক দফা দাবি পূরণের লক্ষ্যে। তাতেও কোন সাড়া না পাওয়া গেলে আরো ২ দিনের কোন বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়।
এমনকি নার্সদের এক দফা দাবি মেনে নেওয়া না হলে দুই অক্টোবর বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে বিভিন্ন হাসপাতালের জরুরি সেবা গুলোতে কর্মরত আছেন নার্সরা। তবে সাধারণ রোগীদের সেবা প্রদান করা এবং শিডিউলের কাজ গুলি এই মুহূর্তে বন্ধ রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।