ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ I আবেদনের সকল প্রক্রিয়া জেনে নিন
- আপডেট সময় : ১১:২৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা Duet, গাজীপুর শহরের জয়দেবপুরে অবস্থিত এটি। Duet admission circular 2024 অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষা বর্ষের বিভিন্ন বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত শর্তগুলি পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল ২৯ সেপ্টেম্বর রবিবার থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
চলুন এবিষয়ে খুঁটিনাটি জেনে নেই।
ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী আবেদন করতে কত টাকা পরিশোধ করতে হবে?
ঢাকা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫০ টাকা। অনলাইনে আবেদন সম্পন্ন করে ভর্তির টাকা পরিশোধ না করলে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। নগদ, বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অনলাইনের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।
ডুয়েট ভর্তি পরীক্ষা কত তারিখে হবে?
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে আগামী নভেম্বর মাসের ১৭ এবং ১৮ তারিখ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ যেকোনো সময় এটি পরিবর্তন করতে পারে।
যদি এই তারিখটি পরিবর্তন করা হয় তাহলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে। এমনকি ভর্তির প্রক্রিয়া শেষ করে ২৪ শে নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
কোন বিভাগের পরীক্ষা কবে হবে? Duet admission circular 2024
নভেম্বরের ১৭ এবং ১৮ তারিখের সম্ভাব্য পরীক্ষার সময় হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা কখন হবে সেটা নিলে যে জেনে নিতে নিচের বিস্তারিত লেখাটি মনোযোগ সহকারে পড়ুন।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ টি শিফটে। ১৭ই নভেম্বর দুই সময়ে এবং ১৮ নভেম্বর দুই শিফট। আমি প্রত্যেকটি সময়ের জন্য আলাদা আলাদা ভাবে উল্লেখ করলাম।
১৭ই নভেম্বর সকলের শিফটে যে পরীক্ষাগুলো হবে
এসময়ে শুধু মাত্র বিভাগের ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের পরীক্ষাগুলো গ্রহণ করা হবে।
পরীক্ষা দেওয়ার সময় থাকবে সকাল ১০ টা থেকে ১০ টা ২৫ মিনিট পর্যন্ত বহুনির্বাচনী পরীক্ষা। তারপর ১০:২৫ থেকে ১০:১৫ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী ধাপ অর্থাৎ ১১:১৫ থেকে ১২:১৫ পর্যন্ত বিভিন্ন বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা গুলো গ্রহণ করা হবে।
একই রকম সময় অনুযায়ী ১৭ নভেম্বর বিকেলের শিফটে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং সহ বেশ কয়েকটি ডিপার্টমেন্টের পরীক্ষা সম্পন্ন হবে।
১৮ নভেম্বর সকাল এবং বিকালের শিফটে
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যাটারিয়াল ইঞ্জিনিয়ারসহ বাকি ডিপার্টমেন্টের পরীক্ষা গুলো ১৮ নভেম্বর সকাল এবং বিকালে ২ ধাপে নেওয়া হবে। পরীক্ষার সময়সূচি ১৭ই নভেম্বর সকাল এবং বিকেলের শিফটের মতো করেই হবে।
নম্বর বন্টন কিভাবে করা হবে Duet admission circular 2024
ডুয়েট বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীদের স্বপ্ন থাকে এই প্রতিষ্ঠান হতে বিএসসি ডিগ্রি অর্জন করার।
ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী কোন ডিপ্লোমা ধারী যদি এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় তাহলে তাহলে অবশ্যই পরীক্ষার শর্ত গুলি পূরণ করতে হবে। লিখিত অংশের ক্ষেত্রে রসায়ন, পদার্থ এবং গণিতে থাকবে ৪০ নম্বর করে। শুধুমাত্র ইংরেজিতে থাকবে ৩৩ নম্বর।
দ্বিতীয় পত্রে লিখিত অংশে সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে ১৫০ নম্বর এবং সবমিলিয়ে ৩০০ নম্বরের লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে।
চূড়ান্তভাবে শিক্ষার্থীদের কে বাছাই
ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৪০ শতাংশ নম্বর পেলে সে পাশ বলে বিবেচিত হবে। কিন্তু ইংরেজি পরীক্ষায় পাশ করার জন্য আলাদাভাবে ৩৫ শতাংশ নম্বর অবশ্যই পেতে হবে। কিন্তু কোন শিক্ষার্থী বিভিন্ন পত্রে লিখিত পরীক্ষায় যদি ৩৫ পার্সেন্ট বা তার কম নম্বর পায় তাহলে সে শর্ত অনুযায়ী ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। শুধুমাত্র ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণদের মধ্যে থেকেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
কিভাবে ডুয়েটে যাবেন?
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জেলা গাজীপুর। ঢাকার পাশেই এটির অবস্থান। গাজীপুরের মধ্যে আবার সুন্দর একটি শহর হচ্ছে জয়দেবপুর। জয়দেবপুরের পাশে এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশেই অবস্থিত ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এর আশেপাশে রয়েছে বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, টাকশাল, বাংলাদেশ সম রা স্ত্র কারখানা, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ইত্যাদি।
তারমানে এর ভৌগোলিক গুরুত্ব অবশ্যই বুঝতে পারছেন। আপনি যদি রেল যোগাযোগে আসেন ময়মনসিংহ অথবা ঢাকা থেকে তাহলে সরাসরি জয়দেবপুর স্টেশনে নেমে অটো কিংবা বাসে করে ডুয়েটে পৌঁছাতে পারবেন।
আর যদি আপনি অন্য কোন এলাকা থেকে বাসে করে আসেন তাহলে গাজীপুরের চৌরাস্তা হতে বাস অটো রিক্সা ইত্যাদি করে খুব সহজেই পৌঁছাতে পারবেন কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়। আশা করি লোকেশন সম্পর্কিত সব বিষয়ে আপনি পরিষ্কার ধারণা পেয়েছেন।
আমরা জানি বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান গুলো হতে ৪ বছর মেয়াদী বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা যায়। এ সকল ডিপ্লোমাধারীরা পরবর্তীতে সরকারি বেসরকারি ইউনিভার্সিটি হতে বিএসসি কোর্স সম্পন্ন করে।
বিএসসি পড়ালেখা শেষ করার জন্য ডুয়েট হচ্ছে শিক্ষার্থীদের কাছে সবচাইতে বেশি জনপ্রিয়। এটিকে ডিপ্লোমাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে। ডুয়েট ছাড়াও সারা বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যেখান থেকেও বিএসসি বা স্নাতক সম্পন্ন করা যায়।
বাংলাদেশ সহ সারা বিশ্বে ক্রমবর্ধমান কারিগরি প্রযুক্তিতে প্রচুর পরিমাণে দক্ষ ইঞ্জিনিয়ার এবং কারিগরি জনবল দরকার হয়। ঠিক সে কারণেই এ সকল প্রতিষ্ঠানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এ সকল জনশক্তি বিদেশে রপ্তানি করেও প্রচুর পরিমাণে রেমিটেন্স অর্জন করা যায়।
ভর্তি সংক্রান্ত অন্যান্য যোগ্যতা এবং তথ্য
• ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী আগ্রহে প্রার্থীদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
• মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক অর্থাৎ এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
• বাংলাদেশ সরকার স্বীকৃত যে কোন কারিগরি বোর্ড হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ পেয়ে পাশ হতে হবে। অর্থাৎ ৬০% নম্বর পেতে হবে।
• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ২০২২ এবং ২০২৩ সেশনের উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে যারা ইতিমধ্যে বিভিন্ন সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছেন তাদের জন্য এই নিয়োগ প্রযোজ্য হবে না। যথাযথ কর্তৃপক্ষ এবং নিয়ম অনুযায়ী তাদেরকে আবেদন করতে হবে।
• Duet admission circular 2024 অনুযায়ী যদি কোন শিক্ষার্থী একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলে প্রত্যেকটি বিভাগের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।
• বাংলাদেশের নাগরিক নয় অথবা বিদেশি প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ডুয়েটের ভর্তি পরীক্ষার জন্য আবেদন সম্পন্ন করতে হবে। এ ব্যাপারে যাবতীয় তথ্য গুলি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
ডুয়েটে লেখাপড়ার খরচ কেমন?
এটি একটি স্বায়ত্তশাসিত বা পাবলিক বিশ্ববিদ্যালয়। অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো এখানেও খুবই স্বল্প খরচে লেখাপড়া সম্পন্ন করা যায়। এছাড়াও ডুয়েটের আশেপাশের এলাকার পরিবেশ খুবই মনোরম এবং বসবাসো উপযোগী।
মোটামুটি ৫ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো একটি বাসা এবং সারা মাসের খাবার দাবার ব্যবস্থা হয়ে যাবে। ইউনিভার্সিটি তে তেমন কোন খরচ নেই। ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিলাপের ফি খুবই সামান্য।
আশা করি ডুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ এবং এর সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন গুলি আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি। তাই আগামীকাল অর্থাৎ ২৯ শে সেপ্টেম্বর হতে যেহেতু আবেদন গ্রহণ শুরু হচ্ছে যত দ্রুত সম্ভব তোমরা আবেদন সম্পন্ন করে ফেলো। কারণ সে সময় পর্যন্ত অপেক্ষা করা কখনোই উচিত নয়।
বিএএফ শাহীন কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।