ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টাকায় শেখ মুজিবের ছবি থাকছে না | ডিজাইন পরিবর্তন করা হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে

টাকায় শেখ মুজিবের ছবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রচলিত বেশ কয়েকটি টাকায় শেখ মুজিবর রহমানের ছবি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। ইতিমধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে নোটের নতুন ডিজাইন গুলো তৈরি করার জন্য প্রস্তাবও প্রদান করা হয়েছে। নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ছবি।

শুরুতে ৪ টি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে ধীরে ধীরে ব্যাংকের সকল ধরনের নোটের ডিজাইনও বদলানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। তথ্য গুলি জানা গিয়েছে বাংলাদেশ ব্যাংকের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের মাধ্যমে।

এই নতুন উদ্যোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট নকশার প্রস্তাব দিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত ২৯ শে সেপ্টেম্বর এই চিঠিটি পাঠানো হয় যেখানে স্বাক্ষর ছিল উপসচিব এলিশ শারমিনের। তিনি অর্থ বিভাগের ট্রজারি ও লোন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কর্মরত আছেন।

চিঠিতে বাংলাদেশের নতুন মুদ্রার ডিজাইন প্রবর্তনে তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের মুদ্রা এন্ড ডিজাইন এডভাইটেজরি কমিটির পক্ষ থেকে সুপারিশ প্রদানের জন্য বলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে দেশের বাজারে নতুন ডিজাইনের টাকা, বৈশিষ্ট্য সম্পন্ন নোটে কোন ধরনের ডিজাইন করলে সেটি মানানসই হবে তা নিয়ে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাবটি অর্থ বিভাগের নিকট পাঠানোর জন্য বলা হয়েছে।

বর্তমানে দেশে অর্থনীতিতে সর্বমোট ১০টি কাগজের নোট প্রচলিত আছে। এছাড়াও ১ টাকা, ২ টাকা, ৫ টাকার ধাতব মুদ্রাও প্রচলিত রয়েছে। এগুলোর মধ্যে ২ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার বিভিন্ন নোটে এবং নতুন ধাতব মুদ্রা বা টাকায় শেখ মুজিবর রহমানের ছবি রয়েছে। এমনকি ২০০ টাকার নোটের দুই পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুদ্রিত রয়েছে।

দেশের অর্থনীতিতে নতুন যে টাকা প্রচলিত করা হবে সেটিতে গত আওয়ামী লীগ সরকার আমলে ছাপানো নোটের ডিজাইন পুরোটাই পরিবর্তন করা হবে। টাকায় শেখ মুজিবের ছবি থাকবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

টাকায় শেখ মুজিবের ছবি থাকছে না

এব্যাপারে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সাংবাদিকদেরকে জানান, প্রতিবছরই ছেঁড়াফাটা নোটের পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রা ছাপিয়ে থাকে। এবারও সেটি অবশ্যই হবে। তবে ঠিক কবে এই মুদ্রা প্রচলন করা হবে কিংবা নোটিশ করা হবে সে ব্যাপারে তিনি নিশ্চিত করে বলতে পারেননি। কারণ এর জন্য যথেষ্ট সময় প্রয়োজন।

টাকার ডিজাইন পরিবর্তনের বিষয়ে তিনি বলেন সেটি সম্পর্কে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে বাজারে যদি নতুন মুদ্রা ছাপানো হয় তাহলে ডিজাইন পরিবর্তন হতে পারে। সেই সাথে যুক্ত হতে পারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর। এটি মূলত একটি নিয়মিত কাজ। তবে নতুন ডিজাইনের টাকা বাজারে আসলেও শেখ মুজিবের ছবি সম্বলিত টাকা অর্থাৎ প্রচলিত নোট গুলো সচল থাকবে। ফলে দেশের সাধারণ মানুষের কোন ধরনের সমস্যা হবে না।

কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছিল যে ১ হাজার টাকার নোট বাতিল করা হবে। কিন্তু এই ধরনের কোন সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেয়নি।

দেশীয় অর্থনীতিতে সর্বপ্রথম কাগজের মুদ্রা ছাপানো হয় ২ মার্চ ১৯৭৩ সালে। যার এক পৃষ্ঠে ছিল মুঠোভর্তি ধানের ছবি এবং অপর পৃষ্ঠা ছিল একটি শাপলার মুদ্রার ছবি। টাকায় শেখ মুজিবর রহমানের ছবি ছাপানো হয় সর্বপ্রথম ২ টাকার নোটে ৯ আগস্ট ২০১১ সালে। এর আগে ২ টাকার মুদ্রায় এক পাশে দোয়েল পাখির এবং অন্যপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল।

১০০০ টাকার নোটের প্রচলন করা হয় ২৭ অক্টোবর ২০০৮ ইং তারিখে। পরবর্তীতে ২০১১ সালের আগস্ট মাসের ৯ তারিখে এটি ডিজাইন পরিবর্তন আনা হয়। পূর্বে ১ হাজার টাকার নোটে এক পাশে শহীদ মিনার এবং আরেক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছবি ছিল। পরবর্তীতে ২০১১ সালে ১০০০ টাকায় শেখ মুজিবের ছবি যুক্ত করা হয়।
২০০ টাকা নোটের প্রচলন করা হয় ১৭ই মার্চ ২০২০ ইং তারিখে।

মেহেদি যেভাবে আপনার মাথার ত্বক এবং চুলের ক্ষতি করে, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাকায় শেখ মুজিবের ছবি থাকছে না | ডিজাইন পরিবর্তন করা হবে

আপডেট সময় : ০৯:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

বাংলাদেশের প্রচলিত বেশ কয়েকটি টাকায় শেখ মুজিবর রহমানের ছবি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। ইতিমধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে নোটের নতুন ডিজাইন গুলো তৈরি করার জন্য প্রস্তাবও প্রদান করা হয়েছে। নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ছবি।

শুরুতে ৪ টি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে ধীরে ধীরে ব্যাংকের সকল ধরনের নোটের ডিজাইনও বদলানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। তথ্য গুলি জানা গিয়েছে বাংলাদেশ ব্যাংকের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের মাধ্যমে।

এই নতুন উদ্যোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট নকশার প্রস্তাব দিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত ২৯ শে সেপ্টেম্বর এই চিঠিটি পাঠানো হয় যেখানে স্বাক্ষর ছিল উপসচিব এলিশ শারমিনের। তিনি অর্থ বিভাগের ট্রজারি ও লোন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কর্মরত আছেন।

চিঠিতে বাংলাদেশের নতুন মুদ্রার ডিজাইন প্রবর্তনে তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের মুদ্রা এন্ড ডিজাইন এডভাইটেজরি কমিটির পক্ষ থেকে সুপারিশ প্রদানের জন্য বলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে দেশের বাজারে নতুন ডিজাইনের টাকা, বৈশিষ্ট্য সম্পন্ন নোটে কোন ধরনের ডিজাইন করলে সেটি মানানসই হবে তা নিয়ে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাবটি অর্থ বিভাগের নিকট পাঠানোর জন্য বলা হয়েছে।

বর্তমানে দেশে অর্থনীতিতে সর্বমোট ১০টি কাগজের নোট প্রচলিত আছে। এছাড়াও ১ টাকা, ২ টাকা, ৫ টাকার ধাতব মুদ্রাও প্রচলিত রয়েছে। এগুলোর মধ্যে ২ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার বিভিন্ন নোটে এবং নতুন ধাতব মুদ্রা বা টাকায় শেখ মুজিবর রহমানের ছবি রয়েছে। এমনকি ২০০ টাকার নোটের দুই পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুদ্রিত রয়েছে।

দেশের অর্থনীতিতে নতুন যে টাকা প্রচলিত করা হবে সেটিতে গত আওয়ামী লীগ সরকার আমলে ছাপানো নোটের ডিজাইন পুরোটাই পরিবর্তন করা হবে। টাকায় শেখ মুজিবের ছবি থাকবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

টাকায় শেখ মুজিবের ছবি থাকছে না

এব্যাপারে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সাংবাদিকদেরকে জানান, প্রতিবছরই ছেঁড়াফাটা নোটের পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রা ছাপিয়ে থাকে। এবারও সেটি অবশ্যই হবে। তবে ঠিক কবে এই মুদ্রা প্রচলন করা হবে কিংবা নোটিশ করা হবে সে ব্যাপারে তিনি নিশ্চিত করে বলতে পারেননি। কারণ এর জন্য যথেষ্ট সময় প্রয়োজন।

টাকার ডিজাইন পরিবর্তনের বিষয়ে তিনি বলেন সেটি সম্পর্কে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে বাজারে যদি নতুন মুদ্রা ছাপানো হয় তাহলে ডিজাইন পরিবর্তন হতে পারে। সেই সাথে যুক্ত হতে পারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর। এটি মূলত একটি নিয়মিত কাজ। তবে নতুন ডিজাইনের টাকা বাজারে আসলেও শেখ মুজিবের ছবি সম্বলিত টাকা অর্থাৎ প্রচলিত নোট গুলো সচল থাকবে। ফলে দেশের সাধারণ মানুষের কোন ধরনের সমস্যা হবে না।

কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছিল যে ১ হাজার টাকার নোট বাতিল করা হবে। কিন্তু এই ধরনের কোন সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেয়নি।

দেশীয় অর্থনীতিতে সর্বপ্রথম কাগজের মুদ্রা ছাপানো হয় ২ মার্চ ১৯৭৩ সালে। যার এক পৃষ্ঠে ছিল মুঠোভর্তি ধানের ছবি এবং অপর পৃষ্ঠা ছিল একটি শাপলার মুদ্রার ছবি। টাকায় শেখ মুজিবর রহমানের ছবি ছাপানো হয় সর্বপ্রথম ২ টাকার নোটে ৯ আগস্ট ২০১১ সালে। এর আগে ২ টাকার মুদ্রায় এক পাশে দোয়েল পাখির এবং অন্যপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল।

১০০০ টাকার নোটের প্রচলন করা হয় ২৭ অক্টোবর ২০০৮ ইং তারিখে। পরবর্তীতে ২০১১ সালের আগস্ট মাসের ৯ তারিখে এটি ডিজাইন পরিবর্তন আনা হয়। পূর্বে ১ হাজার টাকার নোটে এক পাশে শহীদ মিনার এবং আরেক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছবি ছিল। পরবর্তীতে ২০১১ সালে ১০০০ টাকায় শেখ মুজিবের ছবি যুক্ত করা হয়।
২০০ টাকা নোটের প্রচলন করা হয় ১৭ই মার্চ ২০২০ ইং তারিখে।

মেহেদি যেভাবে আপনার মাথার ত্বক এবং চুলের ক্ষতি করে, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।