হঠাৎ করে কম্পিউটার অন না হলে কি করবেন
- আপডেট সময় : ১২:১৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
নিয়মিত ব্যবহার করা কম্পিউটার অন না হলে কি করনীয়? যারা ল্যাপটপ কিংবা ডেস্কটপ ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে এটি খুবই পরিচিত সমস্যা। কিন্তু যারা নতুন ব্যবহারকারী তাদের জন্য অনেক বেশি ভোগান্তির। বিভিন্ন সার্ভিসিং সেন্টারে ঘুরেফিরে খরচ হয় বেশ কিছু অর্থ। তবে এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো অনুসরণ করে সহজেই পুনরায় অন করতে পারবেন আপনার প্রিয় পিসিটি।
একট কম্পিউটার অনেক গুলো যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। তাই ধুলাবালি এবং নানা কারণে কিছুতো গোলযোগ হতেই পারে। এক্ষেত্রে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করে বাসায় বসে নিজে নিজেই সমাধান করতে পারেন।
কম্পিউটার অন না হলে কি করবেন?
১। প্রতিটি ডেক্সটপ এবং ল্যাপটপের ক্ষেত্রে পাওয়ার বাটন চাপ দেওয়ার পর একটি বিপ আওয়াজ হয়। সেই সাথে বাটনের সাথে থাকা লাইট গুলো জ্বলে ওঠে। যদি আওয়াজ না হয় কিংবা বাতির জলে না উঠে তাহলে বুঝবেন ঠিকমত পাওয়ার সংযোগ পাচ্ছে না। ডেস্কটপের ক্ষেত্রে পাওয়ার কেবলটি ভালোভাবে চেক করুন এবং ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারীতে সংযোগ ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখুন।
২। আর যদি বিপ করে শব্দ হয় সেই সাথে বাতি জ্বলে ওঠে কিন্তু কম্পিউটার অন হচ্ছে না তাহলে ধরে নিতে পারেন Ram অথবা মাদারবোর্ডে কিছু একটা গোলযোগ দেখা দিয়েছে। ডেক্সটপ এবং ল্যাপটপ উভয় ক্ষেত্রেই Ra খুলে পরিষ্কার করে পুনরায় লাগিয়ে চেষ্টা করুন।
৩। আবার যদি কয়েকটি বিপ দিয়ে কম্পিউটার চালু হতে গিয়েও আবার বন্ধ হয়ে যায় তাহলে ধরে নিতে পারেন গ্রাফিক্স অথবা ডিসপ্লের আউটপুটে কিছু একটা সমস্যা রয়েছে। এক্ষেত্রে কেবল গুলো ভালোভাবে যাচাই করতে পারেন।
৪। ডেক্সটপ অন করার সময় মনিটর ভালোভাবে লক্ষ্য করুন, অনেক সময় স্লিপ মুডে ফোনটা থাকার কারণে ডেক্সটপটি অন হলেও মনিটরটি বন্ধ অবস্থায় থাকে। যার কারণে বোঝার উপায় থাকে না যে কম্পিউটারটি অন হয়েছে কিনা।
৫। ল্যাপটপ এবং ডেস্কটপের ক্ষেত্রে ব্যবহার না করে বেশ কিছুদিন ঘরে ফেলে রাখলে সেটি অন করতে ঝামেলা পোহাতে হয়। তাই আপনি যদি ১৫ থেকে ২০ দিন কিংবা তার অধিক সময় ধরে ডিভাইসটি ব্যবহার করে না থাকেন তাহলে অন করার আগে ভালোভাবে পরিষ্কার করে নিন। নিজে যদি পরিষ্কার করতে না পারেন তাহলে ভালো সার্ভিসিং সেন্টারে নিয়ে যান। হঠাৎ করে কম্পিউটার অন না হওয়ার কারণ গুলোর মধ্যে এটি অন্যতম। এমনকি আমি নিজেও ডেস্কটপের ক্ষেত্রে এ ধরনের সমস্যা অনেকবার ফেস করেছি।
৬। পিসি অন করার জন্য পাওয়ার বাটনে চাপ দিয়েছেন কিন্তু কোন কাজই হয়নি। হতে পারে মূল বিদ্যুতের সংযোগ হতে কম্পিউটারের সংযোগে সমস্যা দেখা দিয়েছে। পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হতে পারে অথবা ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।
ল্যাপটপ যদি অন না হয় তাহলে চার্জার লাগিয়ে দেখুন যে বাতি জ্বলে কিনা। যদি বাতি জলে কিংবা চার্জ হয়ে থাকে তার মানে পাওয়ার সাপ্লাই ঠিক আছে। এক্ষেত্রে ব্যাটারিটি খুলে পুনরায় লাগিয়ে দিন।
৭। অনেক সময় হঠাৎ করেই কম্পিউটার অন না হলে আমরা অনেকটাই ঘাবড়ে যাই। আবার অন হলেও ডেক্সটপে বেশ কিছু নির্দেশনা মূলক লিখা ভেসে থাকে। এক্ষেত্রে ধরে নিতে পারেন যে হার্ডডিক্সের সমস্যা হয়েছে। আর যদি উইন্ডোজ চলে যায় সেক্ষেত্রে আপনাকে নতুন করে সেটআপ করতে বলবে। সেই মেসেজ আপনি দেখতে বুঝতে পারবেন।
ল্যাপটপ ও ডেস্কটপের জন্য যত্ন নিন
ল্যাপটপ এবং ডেস্কটপের ক্ষেত্রে সবচাইতে বড় শত্রু হচ্ছে ধূলাবালি। তাইতো এধরনের যন্ত্র গুলোকে সুরক্ষিত রাখার জন্য পাতলা কোন কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন যখন কিনা ব্যবহার করেন না।
বাড়িতে এজন্য একটি ইউপিএস রাখতে পারেন যাতে বৈদ্যুতিক গোলযোগে ডিভাইস নষ্ট না হয়ে যায়।
আমাদের শেষ কথা
দৈনন্দিন জীবনে অত্যন্ত অপ্রয়োজনীয় ডিভাইসের ল্যাপটপ এবং ডেস্কটপ। লেখাপড়া কাজ, বিজনেস, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে এর ব্যবহারের বিকল্প কোনো কিছু নেই। তাইতো সব সময় এটির যত্ন নেওয়া আবশ্যক। যাতে করে দীর্ঘদিন এবং ভালো পারফরম্যান্সের সহিত এটি ব্যবহার করা যায়। আর কোনভাবেই কম্পিউটার অন না হলে নিকটস্থ কোন সার্ভিসিং সেন্টারে নিয়ে যান।
আশেপাশের শব্দদূষণে আপনার যে ক্ষতি হচ্ছে! বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।