সাফজয়ী মেয়েদের পুরস্কার দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড
- আপডেট সময় : ১২:০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
দ্বিতীয় আসরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এর মাধ্যমে লাল সবুজ পতাকা কে বিশ্ব দরবারে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে তারা। এই খুশিতে দলকে বড় পুরস্কারের প্রদানের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দেশের মাটিতে পা রাখার সাথেই এই ঘোষণাটি প্রদান করেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন ভালো একটা অর্থ প্রদানের কথা।
সন্ধ্যার পর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় পুরো দলের জন্য মোট ২০ লক্ষ টাকা অর্থ প্রদান করা হবে। উক্ত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় নারীদের ক্রীড়া ক্ষেত্রে অংশ গ্রহণ বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অঙ্গীকারবদ্ধ। বিশ্ব দরবারে এই জয় দেশের অন্যান্য ছেলেমেয়েদেরও খেলাধুলায় অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ বাড়াবে। সেই সাথে বৃদ্ধি পাবে ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণের জন্য নানা রকম সহযোগিতা।
বাংলাদেশের সাথে সাথে আরো একজন খেলোয়াড় কে নিয়ে আলোচনা হচ্ছে। আর সে হচ্ছে ঋতুপর্ণা চাকমা। এবারের ম্যাচে তিনি খুবই ভালো পারফরম্যান্স করে সবার মন জয় করে নিয়েছেন। ঋতুপর্ণা চাকমা ও তার দলকে পুরস্কার প্রদানের ব্যাপারে বিসিবির সভাপতি আরো বলেছেন, টানা ২ বার চ্যাম্পিয়নশিপ অর্জন করে তারা আমাদেরকে গর্বিত করেছে।
সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড
উল্লেখ্য, ২০২২ সালে সাব চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল বাংলাদেশ দল। সেই কারণ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ৩২ সদস্যের সেই দলটিকে প্রদান করা হয় ৫১ লক্ষ টাকা। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে ২০২৪ সালে এসেও। ঋতুপর্ণা চাকমা ও তার দল এবারও জয়লাভ করেছে। সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তিনি জিতেছে। দেশের এই নারী ফুটবল খেলোয়াড় জন্মগ্রহণ করেন ৩০ শে ডিসেম্বর ২০০৩ সালে। তিনি সাধারণত মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে মাঠে থাকেন। শ্রীলংকার বিপক্ষের একটি ম্যাচে ঢাকার মোস্তফা কামাল স্টেডিয়ামে তিনি জোড়া গোল করেছিলেন। আর রুপ্না চাকমা হয়েছেন ম্যাচের সেরা গোলরক্ষক।
ফুটবল কিংবা ক্রিকেট বাংলাদেশের নারী দলটি বেশ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। এমনকি বিশ্ব দরবারে অর্জন করেছে বেশ সুনাম। বাংলাদেশের প্রেক্ষাপট নারী দলের এ ধরনের সাফল্য দেশের মানুষকে দিয়েছে অনেক সম্মান এবং গৌরব। আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ঋতুপর্ণা চাকমার মত নারী খেলোয়াড়দেরকে দেখে অন্যান্য মেয়েরা উৎসাহিত হবে ক্রীড়া জগতে প্রবেশ করার জন্য। বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা সব কাজে অংশগ্রহণের পাশাপাশি এগিয়ে যাচ্ছে খেলাধুলায়ও। যেগুলোর উদাহরণ আমরা ইতিমধ্য খবরে দেখতে পেয়েছি।
দ্রুত সময়ে পড়া মনে রাখার উপায় জানতে এখানে প্রবেশ করুন।